রাবি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কুরআন বিতরণ

১২ এপ্রিল ২০২৩, ০৯:২৮ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫১ AM
রাবি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কুরআন বিতরণ

রাবি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কুরআন বিতরণ © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মুসলিম ও অমুসলিম শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কুরআন উপহার দিয়েছেন একদল শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রদীপ্ত-৫৫ ব্যাচের ব্যানারে সম্পন্ন হয়েছে এই কুরআন উপহার কার্যক্রম। অনলাইন কেন্দ্রিক এই উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সোয়েব উল হাসান।

মঙ্গলবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে এই উপহার কার্যক্রমের আয়োজন করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরআন উপহার কার্যক্রম নিয়ে ভিডিও পোস্ট করে ফান্ড সংগ্রহ করা হয়। সেই ফান্ড থেকে প্রদত্ত অর্থ দিয়েই মুসলিম ও অমুসলিমদের মাঝে কুরআন উপহার দেওয়ার কার্যক্রম শুরু করেছেন তারা।

উপহার কার্যক্রম সম্পর্কে সোয়েব উল হাসান বলেন, গত বছর অন্য একটি ডিপার্টমেন্টের কিছু বন্ধু-ভাইয়েরা মিলে ক্যাম্পাসে কুরআন বিতরণের উদ্যোগ নিয়েছিলেন। সেটা দেখে বেশ ভালো লেগেছিল। সেখান থেকেই কিছুটা অনুপ্রেরণা পেয়েছিলাম।

কুরআন উপহার কার্যক্রমের ফান্ডিং প্রসঙ্গে শোয়েব জানান, "রোজার মধ্যেই একদিন হঠাৎ মনে হলো, অনলাইন ভিত্তিক ফান্ড সংগ্রহ তো করাই যায়। ক্যাম্পাসে শুরুর দিকে আগে টুকটাক ভিডিও বানাতাম, একটা অভিজ্ঞতা ছিল। তো সেই অভিজ্ঞতা থেকে ভাবলাম, ফিজিক্যালি ডোনেশন না নিয়ে নিজেই ক্যামেরার সামনে এসে কিছু বলে ডোনেশন সংগ্রহ করি। অনলাইন কেন্দ্রিক এই উদ্যোগে আমার কাছের কিছু বন্ধু বেশ সহায়তা করেছে। ডোনেশন যে এত বেশি পরিমাণে আসবে, সেটা ধারণাতেও ছিল না।"

bf10d990-4645-41df-b2df-8c3c9abb2c1d

একশোর বেশি শিক্ষার্থীকে বিনামূল্যে কুরআন উপহার দেওয়া হয় উল্লেখ করে সোয়েব বলেন, "যারা আগে থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করেছিলেন তাদেরকেই প্রদান করা হয়েছে। তবে ইদের জন্য বাড়ি চলে যাওয়ায় কেউ কেউ নিতে পারেননি । তাদেরকেও আমরা ইদের পরেই দিয়ে দিবো ইনশাআল্লাহ।"

আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের খুঁটিনাটি

শুধু মুসলিম নয়, অমুসলিম শিক্ষার্থীদের মধ্যেও এই কার্যক্রমটি সাড়া ফেলেছে জানিয়ে সোয়েব বলেন, "আমাদের এই কার্যক্রমের আরেকটা বিষয় ছিল, অমুসলিম শিক্ষার্থীদের জন্যেও কুরআন উপহার দেওয়া। এটার কারণ হচ্ছে, জ্ঞানের এই যুগে আমরা সবাই অজানাকে জানতে চাই। অন্য ধর্মের প্রতি কৌতূহল থাকে অনেক শিক্ষার্থীর‌ই। আর বিশ্ববিদ্যালয়ে সেটা আরও বেশি। তো ভাবলাম, অমুসলিম ভাই-বোনদের জন্যেও কুরআন উপহার দেয়াই যায়। কারণ, কুরআন তো সমগ্র মানবজাতির জন্য‌ই।"

অমুসলিম শিক্ষার্থীরা ফেসবুক পোস্টের কমেন্টে এবং ইনবক্সে তাদের আগ্রহের কথা জানান। তাদের একটি লিস্ট করে শুধু বাংলা অনুবাদের কুরআন আনা হয়। তবে আমরা যেরকম মানসম্মত অনুবাদ চাচ্ছিলাম, সেরকমটা কুরিয়ার থেকে আসেনি বিধায় আমরা কয়েকটি কপি রেখে বাকিগুলো ফেরত পাঠিয়ে দিই। ইদের পরে বাকিগুলো এসে গেলেই আমরা সেগুলো অমুসলিম ভাই-বোনদের উপহার দিবো, যুক্ত করেন সোয়েব।

দুটি পে স্কেল হওয়ার কথা থাকলেও একটিও হয়নি, যে হুশিয়ারি দিলে…
  • ১৯ জানুয়ারি ২০২৬
চার সন্তানের তিনজনই বিসিএস ক্যাডার—শ্রেষ্ঠ মা তিনি হবেন না …
  • ১৯ জানুয়ারি ২০২৬
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে চাকরি, কর্মস্থল ঢা…
  • ১৯ জানুয়ারি ২০২৬
চিলিতে ভয়াবহ দাবানলে নিহত ১৮, জরুরি অবস্থা জারি
  • ১৯ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিটের শুনানি শেষ, দুপুরে আদেশ
  • ১৯ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচি ঘোষণা
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9