জাবির প্রযুক্তি ইনস্টিটিউটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, পরীক্ষা ১২ মে

জাবি
জাবি  © সংগৃহীত

২০২৩ শিক্ষাবর্ষের সামার সেশনে মাস্টার্স ইন ইনফরমেশন টেকনোলজিতে পিএমআইটি (PMIT) কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইটি) বিভাগ। আবেদনের শেষ সময় ১০ মে।

প্রোগ্রামের সময়কাল: ১ বছর (৩ ত্রৈমাসিক)

প্রোগ্রামের বিশেষত্ব: 

১। ক্লাস শুধুমাত্র সপ্তাহান্তে অনুষ্ঠিত হয়

২। রয়েছে পরিবহন সুবিধা

৩। শীর্ষ ৫% শিক্ষার্থীদের সেমিস্টার ফলাফলের উপর ভিত্তি করে বৃত্তি।

৪। দক্ষ অধ্যাপক এবং বিশিষ্ট বিশেষজ্ঞরা সাম্প্রতিক প্রবণতা সহ কার্যকর শিক্ষাদান এবং গবেষণা

ভর্তির যোগ্যত:  আবেদনকারীদের ৪ বা দ্বিতীয় শ্রেণীর সমতুল্য স্কেলে কমপক্ষে ২.৫ সিজিপিএ থাকতে হবে নিম্নলিখিত শৃঙ্খলাগুলির যে কোনও একটিতে।

CS/CE/CSE/ এ ৪-বছরের স্নাতক ডিগ্রি (বা, ৩-বছরের অনার্স + ১-বছরের মাস্টার্স); অতবা ইসিএস/সিআইটি/আইসিটি/আইটি/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে ৪-বছরের B.Sc (বা, ৩-বছরের অনার্স/পাস + ১-বছরের স্নাতকোত্তর) অথবা গণিত/পদার্থবিদ্যা/রসায়ন/পরিসংখ্যান/ভূতত্ত্ব বিজ্ঞান/পরিবেশ বিজ্ঞান বা সমতুল্য (প্রাক-প্রয়োজনীয় কোর্স প্রয়োজন) EEE/ECE/ETE বা সমমানের ৪ বছরের B.Sc (প্রাক-প্রয়োজনীয় কোর্স প্রয়োজন)।

কোর্সের সময়কাল:

নিয়মিত ব্যাচ--মোট ক্রেডিট ঘন্টা ২৬ (৩০ কোটি তত্ত্ব + ৬ কোটি প্রকল্প); মোট সময়কাল তিন ট্রাইমিটার (১২ মাস)

প্রাক-প্রয়োজনীয় ব্যাচ-- মোট ক্রেডিট ঘন্টা ৪৮ (৪২ কোটি তত্ত্ব + ৬ কোটি প্রকল্প); মোট সময়কাল চার ট্রিমিটার (১৬ মাস)

আবেদনে শেষ সময়: ১০ মে ২০২৩

ভর্তি পরীক্ষা: ১২ মে, ২০২৩ (সকাল ১০টা)

স্থান : IIT বিল্ডিং, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

ফলাফল প্রকাশ: ১৪ মে, ২০২৩

ভর্তির সময়: ১৪ মে, ২০২৩ থেকে ৭ জুন ২০২৩

ওরিয়েন্টেশন এবং ক্লাস শুরু: ৯ জুন ২০২৩

আবেদনের পদ্ধতি: অনলাএন আবেদন করুন এই ওয়েবসাইটের মাধ্যমে-(https://admission.iitju.edu.bd)। আর সরাসরি আবেদন করতে আইটি বিভাগে যোগাযোগ করুন।

আবেদন ফি: ১,০০০/- টাকা

বিস্তারিত দেখুন...


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence