২০টি গানে জাবির মুক্তমঞ্চ মাতালেন সংগীতশিল্পী অঞ্জন দত্ত

২০টি গানে জাবির মুক্তমঞ্চ মাতালেন সংগীতশিল্পী অঞ্জন দত্ত
২০টি গানে জাবির মুক্তমঞ্চ মাতালেন সংগীতশিল্পী অঞ্জন দত্ত  © টিডিসি ফটো

গান গেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চ মাতালেন ওপার বাংলার নন্দিত সংগীতশিল্পী, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক ও লেখক অঞ্জন দত্ত। শুক্রবার (৩ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের ৩১তম ব্যাচের দ্বিতীয় পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে গান পরিবেশন করেন তিনি।

এদিন রাত ৭ টা ৪৫ মিনিটে গান শুরু করেন অঞ্জন। রাত ১০টা পর্যন্ত প্রায় অর্ধশতাধিক সহশিল্পীকে সাথে নিয়ে ২০টির মতো গান পরিবেশন করেন তিনি। পরিবেশিত গানগুলোর মধ্যে 'বেলা বোস, 'রঞ্জনা আমি আর আসবো না' 'কাঞ্চনজঙ্ঘা'র সাথে উৎসুক দর্শনার্থী আনন্দে মেতে উঠেন। প্রায় ১০ হাজারেরও অধিক দর্শনার্থী অনুষ্ঠানটি উপভোগ করেন।

পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়কের দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদুল হাসান (রুবেল) ও সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন সাহানোয়ার সাইদ শাহীন। 

মাহমুদুল হাসান বলেন, '৩১ তম ব্যাচ আমাদের কাছে একটি আবেগের নাম। তাই ব্যাচের এই পুনর্মিলনীর দিনটিকে স্মরণীয় করে রাখতে ওপার বাংলার বিখ্যাত সংগীত শিল্পী অঞ্জন দত্তকে আমন্ত্রণ জানিয়েছি।'

অনুষ্ঠানের সমন্বয়ক সাহানোয়ার সাইদ বলেন, 'সকাল সাড়ে নয়টায় র‍্যালির মাধ্যমে পুনর্মিলনীর মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। সাড়ে দশটায় স্মৃতিচারণ ও মিউজিক্যাল শো আয়োজিত হয়। বিকেল পাঁচটায় মুক্তমঞ্চে বন্ধুদের আড্ডার আয়োজন করা হয়। সবশেষ রাতে সেলিম আল দীন মুক্তমঞ্চে গান পরিবেশন করেন ওপার বাংলার বিখ্যাত শিল্পী অঞ্জন দত্ত।'

সার্বিক বিষয়ে অঞ্জন দত্ত সাংবাদিকদের বলেন, 'বাংলাদেশে আসতে পেরে আমি ভীষণ আনন্দিত। এপার বাংলার লাখ লাখ দর্শক শ্রোতা রয়েছে আমার, যাদেরকে আমি ভীষণ ভালোবাসি এবং স্মরণ করি। আমি এসব মানুষের ভালোবাসা পেয়ে নিজেকে ধন্য মনে করি।'


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence