রক্তে রাঙ্গানো ফেব্রুয়ারি শুরু

০১ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৫ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৩ PM
রক্তে রাঙ্গানো ফেব্রুয়ারি মাস শুরু

রক্তে রাঙ্গানো ফেব্রুয়ারি মাস শুরু © ফাইল ছবি

বাঙালি জাতীয়তাবাদ উত্থানের মহান আন্দোলন ফেব্রুয়ারি শুরু। আজ থেকে ধ্বনিত হবে সেই অমর সংগীতের অমিয় বাণী ‘আমার ভাই এর রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।’ রক্তে রাঙ্গানো ফেব্রুয়ারি আর মহান ভাষা আন্দোলনের বাঙ্গালী জাতি ভালোবাসা জানাবে ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন তাদের প্রতি।

বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ ছিল ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম শুরুর মধ্য দিয়ে। এর ফলে ফেব্রুয়ারি মাস রূপ নিয়েছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন-শোষণের বিরুদ্ধে ।

রাষ্ট্রভাষা বাংলার দাবিতে দুর্বার আন্দোলনে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিতে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা এবং আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেরণা। সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকের রক্তের বিনিময়ে বাঙালির অর্জন তো কেবলই প্রতিরোধ ভাঙ্গার। তারই হাত ধরে শুরু হয় বাঙালির স্বাধিকার আন্দোলন। যার।

একাত্তরে নয় মাস পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। 
বস্তুত ফেব্রুয়ারি মাস একদিকে শোকাবহ হলেও অন্যদিকে আছে এর গৌরবোজ্জ্বল দিক। কারণ, এ মাসে পৃথিবীতে একমাত্র জাতি হিসেবে বাঙালিরা ভাষার জন্য জীবন দিয়েছিলেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারির প্রথম প্রহর শুরু হবে। আবারও জমজমাট হয়ে উঠবে কেন্দ্রীয় শহীদ মিনার।  

আজ থেকে ফেব্রুয়ারি মাসের সবচেয়ে বড় কর্মযজ্ঞ মাসব্যাপী বইমেলা শুরু হচ্ছে । বাংলা একাডেমীতে বিকাল তিনটায় মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি-প্রতিমন্ত্রী কে এম খালিদ। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমীর সভাপতি বিশিষ্ট কথা সাহিত্যিক সেলিনা হোসেন। 

এছাড়াও জাতীয় কবিতা উৎসবও শুরু হবে আজ থেকে। ১৯৮৭ সালে স্বৈরাচারের বিরুদ্ধে শৃঙ্খল মুক্তির ডাক দিয়ে শুরু হয় এ উৎসবের। এছাড়াও ভাষার মাসে বিভিন্ন অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন। যার মধ্য দিয়ে আবারও চির অম্লানতার জানান দিবে অন্যায়ের বিরুদ্ধে বাঙালির চির প্রতিরোধের বার্তাকে।

পোস্টাল ব্যালটের ভাঁজে ‘ধানের শীষ’, যে ব্যাখ্যা ইসির
  • ১৫ জানুয়ারি ২০২৬
আজ বসছে পে-কমিশন, সর্বোচ্চ-সর্বনিম্ন বেতনসহ যা থাকছে আলোচনায়
  • ১৫ জানুয়ারি ২০২৬
‘আমি-আমার বাবা কখনোই জামায়াতের সঙ্গে যুক্ত ছিলাম না’
  • ১৫ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার প্রেক্ষাপটে ইরানকে যে বার্তা…
  • ১৫ জানুয়ারি ২০২৬
দেশে দেশে জেন-জি বিক্ষোভ: নেপাল কেন বাংলাদেশ হতে চায় না
  • ১৫ জানুয়ারি ২০২৬
চকরিয়ায় বিশেষ অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ নারী আটক
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9