খেলার মাঠে দোকান বানাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

দোকান বানানোর জন্য খেলার মাঠে খোঁড়াখুঁড়ি চলছে
দোকান বানানোর জন্য খেলার মাঠে খোঁড়াখুঁড়ি চলছে  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার জন্য রয়েছে শেখ কামাল স্টেডিয়ামসহ ৪টি খেলার মাঠ। লেখাপড়ার পাশাপাশি এসব মাঠে খেলায় মেতে থাকে শিক্ষার্থীরা। এসব খেলার মাঠের মধ্যে অন্যতম পুরাতন শেখ রাসেল স্কুল মাঠ। কিন্তু এই মাঠের দক্ষিণ পাশে স্থায়ী দোকান নির্মাণের জন্য জায়গা বরাদ্দ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের পুরাতন শেখ রাসেল মাঠের দক্ষিণ পাশে পাশাপাশি পাঁচটি দোকান নির্মাণের কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানে মাটি খুঁড়ছেন কয়েকজন শ্রমিক। নির্মাণ কাজের পাশেই ক্রিকেট-ফুটবল খেলছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত আগস্ট মাসে সৌন্দর্য্য রক্ষার্থে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে গড়ে ওঠা অনুমোদনহীন প্রায় ৫০টি দোকান উচ্ছেদ করে প্রশাসন। তাই এবার প্রশাসনের ব্যবস্থাপনায় ক্যাম্পাসের কয়েকটি পয়েন্টে দোকান নির্মাণ করা হবে। এসব পয়েন্টগুলোর মধ্যে একটি হলো পুরাতন শেখ রাসেল স্কুল মাঠ। সে অনুযায়ী এখানে দোকান নির্মাণের কাজ শুরু হয়েছে।

এদিকে, মাঠ দখলে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে খেলার মাঠে দোকান বানালেও মাঠে খেলাধুলায় কোনো ধরনের প্রভাব পড়বে না। সেটি তারা নজরে রেখে স্থান নির্ধারণ করেছেন।

আরও পড়ুন: খেলার মাঠ নষ্ট করে স্কুল ভবন নির্মাণ!

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী শাকিল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালের এত জায়গা থাকতে খেলার মাঠে দোকান নির্মাণ করার যৌক্তিকতা কোথায় তা আমার বুঝে আসে না। এখানে দোকান নির্মাণ হলে মাঠের জায়গা অনেকটা সংকীর্ণ হয়ে আসবে। ফলে খেলার সময় যেকোনো শিক্ষার্থী দূর্ঘটনার কবলে পড়তে পারেন। প্রশাসনের উচিত খেলার মাঠের বাহিরে আশপাশে অনেক খালি জায়গা আছে সেখানে দোকান নির্মাণ করা।

আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাকারিয়া সোহাগ বলেন, ক্যাম্পাসে এত জায়গা থাকা সত্ত্বেও খেলার মাঠে কেন ব্যবসা প্রতিষ্ঠান করতে হবে। ক্যাম্পাসের চারটি খেলার মাঠের মধ্যে শেখ রাসেল মাঠ অন্যতম। যেখানে শিক্ষার্থীরা প্রতিনিয়ত খেলাধুলা করে। সেই মাঠ ঘেঁষে দোকান নির্মাণ মাঠের পরিবেশ নষ্ট করবে।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, শেখ রাসেল মাঠের যে জায়গায় দোকান নির্মাণ করা হচ্ছে, সেখানে খেলাধুলার সমস্যা হওয়ার কথা না। শিক্ষার্থী যাতে খেলতে সমস্যা না হয় সেটার দিকে লক্ষ্য রেখেই জায়গাটি নির্ধারণ করেছি। মাঠের অন্য পাশে দোকান হলে, মাঠ সংকুচিত হয়ে যেত। তাই মাঠের দক্ষিণ পাশে দোকান নির্মাণ করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence