পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২৫ লাখ শিক্ষার্থী টিকার রেজিষ্ট্রেশন করেছেন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ অক্টোবর ২০২১, ০৭:১৫ PM , আপডেট: ২৩ অক্টোবর ২০২১, ০৭:১৫ PM
দেশের ৪২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২৫ লাখের বেশি শিক্ষার্থী করোনাভাইরাসের টিকা নিতে রেজিষ্ট্রেশন করেছেন। এর মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন ১৩ লাখ।বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
ইউজিসি সূত্র জানায়, ৪২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার্থী রয়েছে ৩০ লাখ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ৫ লাখ, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ১ লাখ আর বাকি ৩৯টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৩ লাখ। এদের মধ্যে ২৫ লাখ ৫৫ হাজার শিক্ষার্থী টিকার জন্য রেজিষ্ট্রেশন করেছেন।
সূত্র আরও জানায়, রেজিষ্ট্রেশনকৃত শিক্ষার্থীদের মধ্যে ১৩ লাখ ৫০০ জন টিকার প্রথম ডোজ নিয়েছেন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ১০ হাজার শিক্ষার্থী। টিকা নেওয়া শিক্ষার্থীদের মধ্যে অধিভুক্ত ৩টি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংখ্যা তুলনামূলক কম। বাকি ৩৯টি বিশ্ববিদ্যালয়ের ৯০-৯৫ ভাগ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ নিয়েছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর জানান, আমরা দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের টিকা দেয়ার চেষ্টা করছি। এখন পর্যন্ত ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৯০ শতাংশ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ নিয়েছেন৷ বাকিদেরও দ্রুত টিকা দেওয়া হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দ্রুত টিকা দিতে আমরা একটি ওয়েবলিংক দিয়েছি। যাদের জাতীয় পরিচপত্র নেই তারা জন্মনিবন্ধন সনদের মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে পারছেন। এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।