বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে এসএসসি-এইচএসসির জিপিএ লাগবে না

১৩ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫৬ AM
ইউজিসি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের লোগো

ইউজিসি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের লোগো © ফাইল ফটো

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হতে এখন থেকে আর এসএসসি-এইচএসসির জিপিএ লাগবে না। এতে আরও অনেকের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার সুযোগ তৈরি হবে। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের ন্যূনতম যোগ্যতা নির্ধারনী নির্দেশিকা তৈরির কাজ শেষ হয়েছে।

জানা গেছে, ওই নির্দেশিকায় এ বিষয়টি সংযোজন করা হয়েছে। চলতি মাসের মধ্যেই এটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে চূড়ান্ত অনুমোদন দিয়ে এই নির্দেশিকা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানো হবে। এটি পাস হলে অনিয়ম-দুর্নীতিও অনেক কমে আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সূত্রে জানা গেছে, গত সোমবার ইউজিসি সদস্যদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের নির্দেশিকা চূড়ান্ত করা হয়। ১০ পৃষ্ঠার এই নির্দেশিকা চলতি মাসের মধ্যেই মন্ত্রণালয়ে পাঠাবে ইউজিসি। সেখানে এটি চূড়ান্ত অনুমোদন দেয়া হবে।

বৈঠকে উপস্থিত ইউজিসির এক সদস্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, নতুন তৈরি করা নির্দেশিকায় এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএর শর্ত তুলে দেয়া হয়েছে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো এ বিষয়টি ঠিক করবেন। তবে শিক্ষক হতে আগ্রহী প্রার্থীকে অনার্স এবং মাস্টার্সে আলাদাভাবে সিজিপিএ ৩.৫০ (৪ এর মধ্যে) করে মোট ৭.০০ পেতে হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে ইউজিসি সদস্য (পাবলিক বিশ্ববিদ্যালয়) প্রফেসর দিল আফরোজা বেগম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব নিয়ম অনুযায়ীই শিক্ষক নিয়োগ দেবেন। তবে সরকার নির্ধারিত নিয়োগের ন্যূনতম যোগ্যতা তাদের মানতে হবে। আমরা একটি নির্দেশিকা তৈরি করেছি। খুব শিগগিরই এটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।’

প্রসঙ্গত, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে শিক্ষক নিয়োগের ন্যূনতম যোগ্যতা নির্ধারণের দাবি ওঠে। এই দাবির প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা নির্ধারণের নির্দেশ দেন। সে নির্দেশনার আলোকেই এই নির্দেশিকা তৈরি করেছে ইউজিসি।

বিদ্রোহী প্রার্থী রুমিনা ফারহানা বললেন—‘এই আপসহীনতা নেত্রীর…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
পেশায় ব্যবসায়ী নুর: বার্ষিক আয়ে সবার ওপরে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বিপিএলের সূচিতে ব্যাপক রদবদল
  • ৩১ ডিসেম্বর ২০২৫
স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় খালেদা জিয়া
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খুলনা-৩ আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
  • ৩১ ডিসেম্বর ২০২৫
নানা আয়োজনে নেত্রকোনায় কমরেড মনি সিংহের ৩৫তম প্রয়াণদিবস পাল…
  • ৩১ ডিসেম্বর ২০২৫