১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে ইউজিসি

০৫ মে ২০২৫, ০৪:৩০ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৪৮ PM
ইউজিসি লোগো

ইউজিসি লোগো © সংগৃহীত

দেশের ১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত না হওয়ায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এর মধ্যে ৯টি বিশ্ববিদ্যালয় ঢাকায় অবস্থিত।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে ইউজিসি বর্তমানে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে সম্ভাব্য আইনগত পদক্ষেপ গ্রহণের বিষয়ে পর্যালোচনা করছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী, যেকোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠার সাত বছরের মধ্যে এবং বিশেষ ক্ষেত্রে অতিরিক্ত পাঁচ বছর সময়সীমার মধ্যে নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত হতে হয়। নির্ধারিত সময়ের মধ্যে এ শর্ত পূরণে ব্যর্থ হলে ইউজিসি শিক্ষার্থী ভর্তি বন্ধসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে ইউজিসি চেয়ারম্যান বরাবর পাঠানো একটি চিঠিতে উল্লেখ করা হয়েছে, ১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনও অস্থায়ী ক্যাম্পাসেই পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইউজিসিকে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়গুলো হলো- দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ (মোহাম্মদপুর), ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ – UODA (সাতমসজিদ রোড), স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ (সিদ্ধেশ্বরী), দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটি (রাজারবাগ), প্রেসিডেন্সি ইউনিভার্সিটি (গুলশান), প্রাইমএশিয়া ইউনিভার্সিটি (বনানী), আশা ইউনিভার্সিটি বাংলাদেশ (শ্যামলী), সোনারগাঁও ইউনিভার্সিটি (পান্থপথ), বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস – BUHS (মিরপুর)

ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়গুলো হলো- নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (সিলেট), ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (কিশোরগঞ্জ), নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি (খুলনা), ফেনী ইউনিভার্সিটি (ফেনী), ব্রিটানিয়া ইউনিভার্সিটি (কুমিল্লা), পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (চট্টগ্রাম), চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি (চট্টগ্রাম)

ইতিমধ্যে সোনারগাঁও ইউনিভার্সিটি স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজের অগ্রগতি দেখাতে গত শনিবার খিলগাঁওয়ে তাদের নির্মাণাধীন ক্যাম্পাস উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূঁইয়া উপস্থিত ছিলেন।

এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে ইউজিসি ১৮টি বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের নির্দেশ দিয়েছিল। তবে সময়সীমা পেরিয়ে গেলেও অধিকাংশ বিশ্ববিদ্যালয় তা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়। এর পরিপ্রেক্ষিতে চারটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি স্থগিত করা হয়, দুটি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে ভর্তি নিষিদ্ধ করা হয় এবং বাকি বিশ্ববিদ্যালয়গুলোকে অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল।

গ্রিনল্যান্ড ইস্যুতে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইউরোপ
  • ১৮ জানুয়ারি ২০২৬
আইএসইউতে শিক্ষা ও গবেষণা নিয়ে জাপান-বাংলাদেশ অভিজ্ঞতা বিনিময়
  • ১৮ জানুয়ারি ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নেবে আখতার গ্রুপ, নিয়োগ ঢাকাসহ ৪ জেলায়
  • ১৮ জানুয়ারি ২০২৬
শাকসুর প্রজ্ঞাপন প্রত্যাহারসহ তিন দাবিতে ইসি ভবন ঘেরাও ছাত্…
  • ১৮ জানুয়ারি ২০২৬
গাইবান্ধায় ২০ বস্তা রাসায়নিক সার জব্দ
  • ১৮ জানুয়ারি ২০২৬
পরাজয় সহ্য করতে না পেরে ছাত্র সংসদ নির্বাচন পেছাতে ইসি ঘেরা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9