দানবীর ড. সৈয়দ রাগীব আলীর সঙ্গে ইউজিসি সদস্যের সাক্ষাত

দানবীর ড. সৈয়দ রাগীব আলীর সঙ্গে ইউজিসি সদস্যসহ অন্যরা
দানবীর ড. সৈয়দ রাগীব আলীর সঙ্গে ইউজিসি সদস্যসহ অন্যরা  © সংগৃহীত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী (ইউজিসি) কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মালনীছড়া চা বাগানের বাংলোতে সাক্ষাত করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সাক্ষাতের ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, লিডিং ইউনিভার্সিটির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিনের সঙ্গে আমরা একসাথে কাজ করব। তাঁর নেতৃত্বে লিডিং ইউনিভার্সিটি অনেক এগিয়ে যাবে। 

বাংলাদেশের শিক্ষা বিস্তারে সৈয়দ রাগীব আলীর অবদান উল্লেখ করে তিনি বলেন, ব‍্যবসার উদ্দেশ্যে তিনি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলেননি। জনকল‍্যাণকর কাজের জন‍্য তিনি সর্বদা নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

আরো পড়ুন: আন্তর্জাতিক ফেরি ডিজাইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বুয়েটের ‘টিম ব্ল্যাক পার্ল’

এ সময় লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই, লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম এবং ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence