বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ইউজিসির শ্রদ্ধা নিবেদন

সাভার জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেছে ইউজিসি
সাভার জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেছে ইউজিসি  © সংগৃহীত

মহান বিজয় দিবসে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এছাড়া কমিশন ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সব আয়োজনে ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন, সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, অধ্যাপক ড. হাসিনা খান, সচিব ড. ফেরদৌস জামান, ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন এবং ট্রেনিং বিভাগের পরিচালক ড. সুলতান মাহমুদ ভুইয়া, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালকসহ কমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!