মেহেদির সঙ্গে কী মেশালে রং গাঢ় হয়?

মেহেদি ডিজাইন
মেহেদি ডিজাইন  © সংগৃহীত

ঈদ বা বিশেষ কোনো অনুষ্ঠানে হাতে মেহেদির রঙিন ছোঁয়া না থাকলে যেন সাজটাই অপূর্ণ থেকে যায়। কিন্তু অনেক সময় মেহেদি হাতে লাগানোর পরও কাঙ্ক্ষিত গাঢ় রং পাওয়া যায় না। বাজারে পাওয়া টিউব মেহেদিতে রং দ্রুত গাঢ় হয় ঠিকই, তবে এতে থাকা কেমিক্যাল ত্বকের ক্ষতি করতে পারে। তাই ঘরে তৈরি মেহেদি ব্যবহার করাই নিরাপদ। তবে ঘরোয়া মেহেদিতেও যেন গাঢ় রং ওঠে, তার জন্য কিছু সহজ উপায় অবলম্বন করা যেতে পারে।

বাজার থেকে তাজা মেহেদিপাতা এনে তা নিজেই বেটে নিলে রং ভালো হয়। প্রথমে শিলপাটায় বা ব্লেন্ডারে মেহেদির পাতা বেটে পেস্ট তৈরি করতে হবে। এরপর এতে কিছু প্রাকৃতিক উপাদান মেশালে মেহেদির রং আরও গাঢ় ও দীর্ঘস্থায়ী হবে। পান খাওয়ার খর মিশিয়ে দিলে মেহেদির রং লালচে হয়। লবঙ্গ ও চায়ের পাতা ফুটিয়ে সেই পানি ছেঁকে মেহেদির সঙ্গে মিশিয়ে নিলে তা আরও গাঢ় রং দেয়। কফি গুঁড়া মিশিয়ে নিলে এতে থাকা প্রাকৃতিক রঞ্জক পদার্থ মেহেদির রং আরও গভীর করে। লেবুর রস ও চিনি মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে তা হাতে লাগালে মেহেদির রং গভীর হতে শুরু করে। কালোজিরা তেল কয়েক ফোঁটা মেহেদির পেস্টে মিশিয়ে নিলে রং আরও দীর্ঘস্থায়ী হয়। মেহেদি লাগানোর আগে হাতে ইউক্যালিপটাস তেল মেখে নিলে এটি ত্বকে দ্রুত শোষিত হয়ে মেহেদির রং গাঢ় করে তোলে।

মেহেদির রং আরও দীর্ঘস্থায়ী ও গাঢ় করতে সঠিকভাবে এটি প্রয়োগ করাও গুরুত্বপূর্ণ। মেহেদি লাগানোর আগে হাত ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিতে হবে। রাতে মেহেদি লাগালে দীর্ঘ সময় শুকানোর সুযোগ পায়, এতে রং আরও গাঢ় হয়। মেহেদির ডিজাইন যতটা সম্ভব মোটা করে লাগানো ভালো, এতে রং আরও উজ্জ্বল হয়। অন্তত ৮ ঘণ্টা মেহেদি হাতে রাখলে তা গভীরভাবে ত্বকের সঙ্গে মিশতে পারে, দ্রুত ধুয়ে ফেললে রং হালকা হয়ে যেতে পারে। শুকিয়ে গেলে হাত ধোয়ার জন্য সরাসরি পানি ব্যবহার না করাই ভালো, বরং শুকিয়ে যাওয়া মেহেদি গুঁড়া হয়ে ঝরে পড়তে দেওয়া উচিত। মেহেদি তুলে ফেলার পর হাতে সরিষার তেল বা নারকেল তেল মেখে নিলে রং আরও গাঢ় ও স্থায়ী হয়।

বাজারের টিউব মেহেদি সহজলভ্য ও দ্রুত রং দেয়, তবে এতে থাকা রাসায়নিক উপাদান অনেক সময় ত্বকে অ্যালার্জির সমস্যা তৈরি করতে পারে। বিশেষজ্ঞদের মতে, বিশেষ করে কালো মেহেদি ত্বকের জন্য বেশি ক্ষতিকর। তাই সম্ভব হলে ঘরে তৈরি মেহেদি ব্যবহার করাই ভালো।

সবশেষে, মেহেদির রং গাঢ় করা শুধু উপকরণের ওপর নির্ভর করে না, বরং যত্নের ওপরও নির্ভর করে। প্রাকৃতিক উপাদান ব্যবহার ও সঠিক নিয়ম মেনে মেহেদি লাগালে হাতজোড়া ঈদের সাজে আরও লালচে ও সুন্দর হয়ে উঠবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence