প্রতীকী ছবি © সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে গুগলের চ্যাটবট জেমিনি এখন আর শুধু প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই। এটি ধীরে ধীরে রূপ নিচ্ছে একটি শক্তিশালী সৃজনশীল প্ল্যাটফর্মে, যেখানে ব্যবহারকারীরা খুব সহজেই টেক্সট থেকে ছবি ও ভিডিও তৈরি করতে পারছেন।
জেমিনির সাহায্যে কয়েক সেকেন্ডের মধ্যেই কল্পনাকে বাস্তব রূপ দেওয়া সম্ভব। শুধু সঠিকভাবে নির্দেশনা বা প্রম্পট দিলেই তৈরি হয়ে যাবে আকর্ষণীয় ভিজ্যুয়াল কনটেন্ট।
যেভাবে জেমিনিতে ছবি তৈরি করবেন
প্রথমে জেমিনির ওয়েব ভার্সন অথবা মোবাইল অ্যাপে প্রবেশ করতে হবে। এরপর আপনি যে ধরনের ছবি দেখতে চান, তার বিস্তারিত বর্ণনা লিখতে হবে। উদাহরণ হিসেবে বলা যায়—মহাকাশে ভেসে বেড়ানো একটি বিড়াল, যার গায়ে নীল রঙের স্পেসস্যুট।
প্রম্পটে আলো, রঙ, স্টাইল (যেমন সিনেমাটিক বা অয়েল পেইন্টিং) উল্লেখ করলে ছবির মান আরও উন্নত হয়। নির্দেশনা পাঠানোর পর কয়েক সেকেন্ডের মধ্যেই জেমিনি একাধিক ভ্যারিয়েশনের ছবি দেখাবে। চাইলে পরে নির্দিষ্ট অংশ পরিবর্তনের নির্দেশও দেওয়া যায়, যেমন বিড়ালের মাথায় টুপি যোগ করা।
ভিডিও তৈরির সুবিধা
গুগল তাদের ভিডিও জেনারেশন প্রযুক্তি Veo ধীরে ধীরে জেমিনির সঙ্গে যুক্ত করছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ছোট ক্লিপ থেকে শুরু করে সিনেমাটিক ভিডিও তৈরি করতে পারবেন।
ভিডিও বানাতে হলে দৃশ্যের বিস্তারিত বর্ণনা দিতে হবে। যেমন—সূর্য ওঠার সময় পাহাড়ের ওপর দিয়ে ড্রোন শট। পাশাপাশি ভিডিওর গতি, ক্যামেরা মুভমেন্ট কিংবা আবহাওয়ার মতো বিষয় উল্লেখ করলে আউটপুট আরও বাস্তবসম্মত হয়। পছন্দ না হলে পুনরায় নির্দেশ দিয়ে সহজেই পরিবর্তন আনা যায়।