বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ থেকেই জানতে হবে যেসব বিষয়

১২ নভেম্বর ২০২৪, ০৩:৫০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM

© সম্পাদিত

বিশ্ববিদ্যালয় জীবনে স্নাতক প্রথম বর্ষ থেকেই কিছু মৌলিক দক্ষতা অর্জন করা অতীব জরুরি। প্রথম বর্ষকে পুরো বিশ্ববিদ্যালয় জীবনের ভিত হিসেবে ধরে নেওয়া হয়। যার প্রভাব পরবর্তী কর্মজীবনেও পরে। শুধু পড়াশোনায় নয়, পরবর্তী সময়ে ব্যক্তিগত কিংবা কর্মজীবনেও কাজে লাগে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে এ লেখায়-

১. বন্ধু নির্বাচন করতে হবে দেখে-শুনে, বুঝে। মানুষের জীবনে বন্ধুদের প্রভাব অনেক বেশি পরিমাণেই পরে। তাই সতর্ক থাকতে হবে।

২. ‘বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা নেই’ এই অম্লমধুর বাণী মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। ক্লাসে শিক্ষকেরা শুধু নির্দেশনা দেবেন, কিন্তু পড়াশোনার মূল দায়িত্ব শিক্ষার্থীর ওপরই বর্তায়। নিয়মিত পড়ালেখা, ক্লাসে মনোযোগী হওয়া এবং নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখা একান্ত প্রয়োজনীয়।

৩. বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অঞ্চলের মানুষের সঙ্গে মেশার সুযোগ হয়। এখানে শিক্ষার্থী, শিক্ষক ও অন্য পেশাজীবীদের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। একজন শিক্ষার্থী যদি প্রথম থেকে নেটওয়ার্কিংয়ের গুরুত্ব বোঝে এবং সক্রিয়ভাবে বিভিন্ন সামাজিক ও পেশাগত ইভেন্টে অংশগ্রহণ করে, তাহলে এর সুফল পাওয়া যাবে। 

৪. বিশ্ববিদ্যালয়ে সময় ব্যবস্থাপনা একটি অপরিহার্য দক্ষতা। ক্লাস, পড়াশোনা, ব্যক্তিগত কাজ ও সামাজিক কর্মকাণ্ড—এই সবকিছুর মধ্যে ভারসাম্য রক্ষা করতে না পারলে যেকোনো শিক্ষার্থীর পক্ষে সফল হওয়া কঠিন হয়ে পড়ে।

৫. বিভিন্ন সফটওয়্যার ও টুল ব্যবহার করে শিক্ষার্থীরা তাঁদের একাডেমিক ও ব্যক্তিগত জীবনের কাজগুলো সহজে সম্পন্ন করতে পারেন। প্রথম বর্ষ থেকে বিভিন্ন ডিজিটাল টুল; যেমন ওয়ার্ড প্রসেসর, স্প্রেডশিট, প্রেজেন্টেশন সফটওয়্যার, প্রোগ্রামিং এবং অনলাইন লার্নিং প্ল্যাটফর্মের ব্যবহার শেখা উচিত।

কঠিনতম বক্তৃতাওে বেগম জিয়ার রাজনৈতিক সংস্কৃতি থেকে সরলেন না…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
‘বাবাকে গ্রেফতারের পর নিয়মিত আমাদের খোঁজখবর নিতেন খালেদা জি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
১৭০ টাকা হারানোয় ভাতিজিকে পিটিয়ে হত্যার অভিযোগ চাচার বিরুদ্…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানোর ঘ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
চট্টগ্রামে সড়কের পাশে দুই শিশুসন্তানকে ফেলে যাওয়ায় ঘটনায় …
  • ৩১ ডিসেম্বর ২০২৫
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন
  • ৩১ ডিসেম্বর ২০২৫