দিনভর ফোনে চার্জ বাঁচাতে যা করবেন

প্রতীকি ছবি
প্রতীকি ছবি  © সংগৃহীত

বর্তমান ডিজিটাল জীবনে স্মার্টফোন ছাড়া এক মুহূর্তও যেন কল্পনা করা যায় না। তবে অনেক ব্যবহারকারীই একটি সাধারণ সমস্যার মুখোমুখি হন দ্রুত ফোনের চার্জ ফুরিয়ে যাওয়া। বিশেষ করে দিনের মাঝামাঝি বা জরুরি মুহূর্তে ফোন বন্ধ হয়ে গেলে ভোগান্তির যেন শেষ থাকে না। তবে আশার কথা হলো, কিছু সহজ পরিবর্তন এনে এবং কিছু ভুল অভ্যাস পরিহার করে স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপ বাড়ানো সম্ভব। নিচে এমন কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হলো:

স্ক্রিনের উজ্জ্বলতা নিয়ন্ত্রণে রাখুন
স্ক্রিনই স্মার্টফোনের সবচেয়ে বেশি চার্জ খরচকারী অংশ। অনেকেই অটো-ব্রাইটনেস চালু রাখেন, কিন্তু এটি সবসময় কার্যকর নাও হতে পারে। নিজে থেকে ব্রাইটনেস কমিয়ে রাখলে ব্যাটারি দীর্ঘস্থায়ী হয়।

অপ্রয়োজনীয় অ্যাপ ও ফিচার বন্ধ রাখুন
ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপ, ব্লুটুথ, ওয়াইফাই, লোকেশন বা মোবাইল ডাটা—সবই ব্যাটারি খরচ বাড়ায়। প্রয়োজন না থাকলে এগুলো বন্ধ রাখা উচিত।

ব্যাটারি সেভার মোড চালু করুন
স্মার্টফোনে থাকা ব্যাটারি সেভার ফিচারটি চার্জ বাঁচাতে বেশ কার্যকর। এটি চালু করলে ফোনের পারফরম্যান্স কিছুটা সীমিত হলেও চার্জ দীর্ঘক্ষণ থাকে।

ডার্ক মোড ব্যবহার করুন
যেসব অ্যাপে (যেমন ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ) ডার্ক মোড আছে, সেগুলোতে এই মোড চালু রাখলে ডিসপ্লে কম শক্তি ব্যবহার করে। ফলে চার্জ কম খরচ হয়।

বারবার চার্জ দেওয়া থেকে বিরত থাকুন
অনেকেই অল্প চার্জ কমলেই ফোন চার্জ দিতে শুরু করেন, যা ব্যাটারির আয়ু কমায়। চেষ্টা করুন চার্জ ২০-৮০% এর মধ্যে রাখতে।

অপ্রয়োজনীয় অ্যাপ ও উইজেট সরিয়ে ফেলুন
অব্যবহৃত বা থার্ড পার্টি অ্যাপ ব্যাকগ্রাউন্ডে ব্যাটারি খরচ করে। তেমনই, হোম স্ক্রিনে বেশি উইজেট থাকলেও চার্জ দ্রুত কমে। তাই শুধু প্রয়োজনীয় অ্যাপ এবং উইজেট রাখুন।

স্বয়ংক্রিয় সিঙ্ক ও অ্যাপ আপডেট বন্ধ করুন
অটোমেটিক সিঙ্ক এবং প্লে স্টোরের অটো-আপডেট ফিচার অনেক ডেটা এবং চার্জ খরচ করে। ফোনের সেটিংসে গিয়ে এগুলো বন্ধ করলে চার্জ বাঁচে।

ভাইব্রেশন ও অ্যানিমেশন বন্ধ করুন
রিংটোনের চেয়ে ভাইব্রেশন বেশি চার্জ খরচ করে। টাইপ করার সময় ভাইব্রেশন বা অ্যানিমেটেড ট্রানজিশনও চার্জ ফুরিয়ে দেয়। এসব বন্ধ রাখাই ভালো।

আরও পড়ুন: বড় বিমানের বিশাল ঝুঁকি ছোট পাখি

অলওয়েজ অন ডিসপ্লে ফিচার বন্ধ রাখুন
এই ফিচারটি কার্যকর হলেও চার্জ খরচ অনেক বেশি। ডিসপ্লে সেটিংসে গিয়ে এটি বন্ধ করলে ফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী হবে।

দরকারে ফ্লাইট মোড ব্যবহার করুন
যখন আপনি ফোন ব্যবহার করছেন না বা সিগন্যাল দুর্বল, তখন ফ্লাইট মোড অন করে রাখলে ফোন চার্জ কম খরচ হয়।

আরও কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ
অপটিমাইজড চার্জিং ফিচার অন রাখুন।
মূল কোম্পানির চার্জার ব্যবহার করুন।
সফটওয়্যার আপডেট নিয়মিত করুন।

একটু সচেতন হলেই আপনি প্রতিদিনের চার্জিং বিড়ম্বনা থেকে অনেকটাই রেহাই পেতে পারেন। স্মার্টফোনের চার্জ যেন দিনভর সঙ্গী থাকে, তার জন্য এই সহজ কিন্তু কার্যকর টিপসগুলো কাজে লাগাতে ভুলবেন না।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence