রাবির ‘সি’ ইউনিটে সর্বোচ্চ নম্বর পেলেন মিতুল

রাবির লোগো ও মিতুল
রাবির লোগো ও মিতুল  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। ভর্তি পরীক্ষায় তিন শিফট মিলে সর্বোচ্চ নম্বর পেয়েছেন মিতুল আলী নামে এক শিক্ষার্থী। পরীক্ষায় ৯২ দশমিক ৭৫ নম্বর পেয়েছেন তিনি।

জানা গেছে, মিতুল আলীর বাড়ি চাপাইনবাবগঞ্জে। তিনি রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। এর আগে মেডিকেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও ভালো করেছেন তিনি।

এর আগে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ড. মোহাম্মদ কুদরত-ই-খুদা একাডেমিক ভবনের বিজ্ঞান অনুষদের সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে ‘সি’ ইউনিটের ফল ঘোষণা করা হয়। ফলাফলে সর্বোচ্চ নম্বর ৯২ দশমিক ৭৫। এবছর এই ইউনিটে গড় পাশের হার ৩৮ দশমিক ৯ শতাংশ।

আরও পড়ুন: চবি ভর্তি পরীক্ষার শিফট ভিত্তিক সূচি প্রকাশ

প্রাপ্ত তথ্য অনুসারে, এবছর সি ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ শিফটে অনুষ্ঠিত হয়েছে। গ্রুপ-১ মোট আবেদনকারী ছিল ১৭ হাজার ৬৮৩ জন। উপস্থিত ছিলেন ১৫ হাজার ৬৬৫ জন এবং অনুপস্থিত ২ হাজার ১৮ জন। উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৯৪১ জন এবং অকৃতকার্য হয়েছেন ৮ হাজার ৫১৪ জন। পাশের হার ৪৪ দশমিক ৩১ শতাংশ ও সর্বোচ্চ নম্বর ৮৭ দশমিক ৫৫। 

এছাড়া গ্রুপ-১ এ অ-বিজ্ঞান মোট আবেদনকারী ছিল ১হাজার ৬৭৫ জন। যারমধ্যে উপস্থিত ছিলেন ১ হাজার ৫৭২ জন ও অনুপস্থিত ছিলেন ১০৩ জন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ২৫২ জন এবং অকৃতকার্য হয়েছেন ৩১৫ জন। এখানে গড় পাশের হার ৭৯ দশমিক ৬৪ শতাংশ। সর্বোচ্চ নম্বর ৮৪ দশমিক ৮৫। 

গ্রুপ-২ এ মোট আবেদনকারী ছিল ১৭ হাজার ৬৮৪ জন। উপস্থিত ১৫ হাজার ৭৫৫ জন ও অনুপস্থিত ১ হাজার ৯২৯ জন। এই গ্রুপে পাশ করেছেন ৬ হাজার ৭৩৭ জন ও অকৃতকার্য হয়েছেন ৮ হাজার ৮০০ জন। এ গ্রুপে পাশের হার ৪২ দশমিক ৭৬ শতাংশ। সর্বোচ্চ নম্বর ৯২ দশমিক ৭৫। 

গ্রুপ-৩ এ মোট আবেদনকারী ছিল ১৭ হাজার ৬৮৪ জন। উপস্থিত ছিলেন ১৫ হাজার ৬৮৪ জন ও অনুপস্থিত ২ হাজার। এ গ্রুপে কৃতকার্য হয়েছেন ৫ হাজার ৬২৫ জন এবং অকৃতকার্য ৯ হাজার ৮৩২ জন। পাশের হার ৩৫ দশমিক ৩৭ শতাংশ। সর্বোচ্চ নম্বর ৮৪ দশমিক ০৫। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence