কেনিয়ায় স্কুলের শিক্ষাবর্ষ থেকে ২০২০ বাদ

০৮ জুলাই ২০২০, ১২:২৩ AM

© সংগৃহীত

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের মহামারির কারণে স্কুলের শিক্ষাবর্ষ থেকে ২০২০ সালকে বাদ দিতে যাচ্ছে কেনিয়া সরকার। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা আগামী বছরের জানুয়ারি থেকে ক্লাসে যোগ দেবে। আজ মঙ্গলবার (৭ জুলাই) এ ঘোষণা দেয়া হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

এএফপি জানায়, পশ্চিম আফ্রিকার দেশটিতে জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত স্কুলের শিক্ষাবর্ষ হিসেবে ধরা হয়। নভেম্বরে ফাইনাল পরীক্ষার মাধ্যমে শেষ হয় এই শিক্ষাবর্ষ। এরপর নতুন ক্লাসে যোগ দেয় শিক্ষার্থীরা। কিন্তু কেনিয়ার শিক্ষামন্ত্রী জর্জ মাগোহা এক বিবৃতিতে জানান, করোনা মহামারি ডিসেম্বর পর্যন্ত বিরাজ করতে পারে দেশটিতে।

এ সিদ্ধান্তের ফলে চলতি বছর দেশটির স্কুলগুলোতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে কোনো পরীক্ষা হচ্ছে না। এতে স্কুলের শিক্ষাবর্ষ থেকে ২০২০ সালকে বাদ দেয়া হবে বলে শিক্ষামন্ত্রী মাগোহা জানান।

মাত্র তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার পর গত ১৫ মার্চ কেনিয়া স্কুল বন্ধের ঘোষণা দেয়। সংক্রমণ রোধে সে মাসে সান্ধ্যকালীন কারফিউ জারি করে। এর মধ্যে দেশটিতে ৮ হাজার জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং ১৬৪ জন মারা গেছেন।

বিএনপি অফিসের আলোকসজ্জার ছবি তোলায় জামায়াতের নির্বাচনী সভায়…
  • ২৪ জানুয়ারি ২০২৬
১০ টাকা কেজি চাল, ঘরে ঘরে চাকরি আর ফ্যামিলি কার্ডের মত প্রত…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভোট ইঞ্জিনিয়ারিং করে নির্বাচন বানচাল করলে জনগণ প্রতিহত করবে…
  • ২৪ জানুয়ারি ২০২৬
এনসিপির ১০ দিনের নির্বাচনী পদযাত্রা শুরু রবিবার
  • ২৪ জানুয়ারি ২০২৬
এনসিপির জেলা আহ্বায়ককে দল থেকে অব্যাহতি
  • ২৪ জানুয়ারি ২০২৬
ঢাকা কলেজে উচ্চমাধ্যমিক-অনার্স শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি
  • ২৪ জানুয়ারি ২০২৬