‘ফেনসিডিলসহ আটক নেতাদের ছাড়ানো’ ছাত্রলীগ সভাপতি বহিষ্কার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩১ মে ২০২২, ১১:২৬ AM , আপডেট: ৩১ মে ২০২২, ১১:৩৭ AM
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মাহবুব হোসাইন বহিষ্কার হয়েছেন। সোমবার (৩০ মে) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ছাত্রলীগের সহ-সভাপতি এমদাদ সাগরকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন।
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মাহবুবকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তবে সংগঠন সূত্র জানায়, গত ৩১মার্চ নাসিরনগর উপজেলা ছাত্রলীগের সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা যোগ দেন। তবে সহ-সভাপতি জিয়াসমিন শান্তা, এম সাজ্জাদ হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর জব্বার রাজ বিজয়নগর উপজেলার চান্দুরায় যান।
সেখানে তেলের পাম্পের সামনে থেকে ২০ বোতল ফেনসিডিলসহ আটক তাদের করে পুলিশ। থানা থেকে তাদের ছাড়িয়ে নিতে ছুটে যান জেলা ছাত্রলীগের শীর্ষ নেতাসহ এস এম মাহবুব হোসাইন। সেখানে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাদের ছাড়তে পুলিশকে চাপ দেন। পরে মাদকসহ আটক গাড়ির চালক মো. রমজানকে রেখে বাকি তিন নেতা ছাড়া পান।
আরো পড়ুন: বাকৃবিতে ছাত্রলীগের দুই পক্ষের মারামারি, আহত অর্ধশতাধিক
আটক গাড়িচালকের বিরুদ্ধে পরে মামলা দেয় পুলিশ। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব হোসাইনকে বহিষ্কার করা হয়েছে বলে নেতাকর্মীদের ধারণা। তাকে বহিষ্কারের বিষয়টি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল নিশ্চিত করেছেন।