পবিপ্রবি ছাত্রলীগের নতুন নেতৃত্বের আলোচনায় যারা

নতুন নেতৃত্বে আসছেন যারা

নতুন নেতৃত্বে আসছেন যারা © টিডিসি ফটো

প্রায় ৫ বছর পর নতুন নেতৃত্বের খোঁজে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। শাখা ছাত্রলীগের নতুন কমিটিতে পদ-পদবি পেতে শুরু হয়েছে দৌড়ঝাঁপ। সম্ভাব্যরা ইতোমধ্যে লবিং-তদ্বির শুরু করেছেন। এবারে সভাপতি পদে প্রার্থীর সংখ্যা বেশি থাকলেও সাধারণ সম্পাদক পদে প্রার্থী কম। শুধু ছাত্রলীগ নয় সাধারণ শিক্ষার্থীদের মাঝেও কানাঘুষা শুরু হয়েছে; নতুন নেতৃত্বে আসছেন কারা?

নতুন কমিটি গঠন উপলক্ষে ইতোমধ্যে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করেছেন কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিরা। গত বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কৃষি কুঞ্জ ভবনে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত জমা নেন কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটির উপ-সাংস্কৃতিক সম্পাদক মো. মুরশিদুর রহমান আকন্দ ও সদস্য আশিকুর রহমান রাজীব। উৎসব মুখর ও বন্ধুপ্রিতম পরিবেশে একজন নারীসহ ৬০ জন প্রার্থী জীবনবৃত্তান্ত জমা দেন।

সভাপতি পদে এখন পর্যন্ত যারা সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন তারা হলেন, নাহিদ মাহমুদ সাকিব, রেজওয়ানা হিমেল, তুহিন রায়হান, মো. মহাসিন, মো. আরাফাত ইসলাম সাগর, নাঈম হোসেন, মেহেদী হাসান তারেক, মো. সাইফ হোসেন, রাকিবুল ইসলাম রোমিও, রুবায়েত, শুভজ্যোতি চক্রবর্তী, হাসান মাহমুদ, আব্দুল্লাহ আল কাউসারসহ আরও কয়েকজন।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মূল আলোচনায় রয়েছেন তাফসীর সুফল, ইশরাক জুহায়ের বিশাল ও নাজমুল ইসলাম সাগর সহ আরও কয়েকজন।

পবিপ্রবি ইউনিটে সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-সাংস্কৃতিক সম্পাদক মো. মুরশিদুর রহমান আকন্দ মতবিনিময় সভায় বলেন, নতুন নেতৃত্বের জন্য মাদকমুক্ত এবং পারিবারিক রাজনৈতিক আদর্শ বিবেচনায় নেওয়া হবে।

দায়িত্বপ্রাপ্ত আরেক নেতা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আশিকুর রাজিব বলেন, প্রধানমন্ত্রীর ভিশন-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পদপ্রত্যাশীদের বিষয়ে গভীরভাবে খোঁজখবর নেওয়া হবে, যাতে কোনো অনুপ্রবেশকারীরা নেতৃত্ব না পায়।

প্রসঙ্গত, গত ২৫ মার্চ দীর্ঘ প্রায় ৫ বছর পর পবিপ্রবি শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই ঘোষণা দেয়া হয়।

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9