রাবি ছাত্রীর উপর হামলাকারী কর্মচারীর স্থায়ী বহিষ্কার দাবি

রাবি ছাত্রীর ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করা হয়
রাবি ছাত্রীর ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করা হয়  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে বামজোটের হরতালে হামলা ও গ্রেফতারের প্রতিবাদে মশাল মিছিল করেছে প্রগতিশীল বাম ছাত্রজোট। সোমবার (২৮ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে এ মিছিল শুরু করে প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সমাবেশে রাজশহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি শাকিলা খাতুনের উপর হামলার প্রতিবাদ করে অবিলম্বে হামলাকারীকে স্থায়ী বহিষ্কারের দাবি জানান বিক্ষোভকারী বামজোটের নেতাকর্মীরা।

বিপ্লবী ছাত্র মৈত্রীর যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদের সঞ্চালনায় সমাবেশে রাবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক রিদম শাহরিয়ার বলেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের হরতাল সমর্থনের সময় আমাদের ওপর বিশ্ববিদ্যালয়ের পরিবহনের কর্মচারীরা যে হামলা চালিয়েছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে এ ঘটনায় জড়িতদেরকে চিহ্নিত করে স্থায়ী বহিষ্কারের দাবি জানাচ্ছি।’

বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক রনজু বলেন, ‘এই সরকার কৃষকের আমার বাবা একজন কৃষক। আমি কৃষক ঘরের একজন সন্তান। যখন আমার বাবা সারাদিন পরিশ্রম করে আমাদের জন্য খাবার জোগাড় করতে ব্যর্থ হয়, তখন আমাদের এটা দেখে কষ্ট হয়। আজ দেশে পণ্যের দামের লাগামহীন উর্ধ্বগতিতে জনজীবন বিপন্ন। তাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে ডাকা হরতালকে সমর্থন জানিয়ে ক্যাম্পাসে কর্মসূচি পালন করছিলাম। কিন্তু প্রশাসনের মদদে আওয়ামী পণ্ডারা আমাদের উপর হামলা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে তাদের বিশ্ববিদ্যালয় থেকে অব্যাহতি দিতে হবে।’

আরো পড়ুন: হিযবুত সদস্য সন্দেহে ঢাবির ৪ শিক্ষার্থী গ্রেপ্তার

রাবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি শাকিলা খাতুন বলেন, ‘সারাদেশে দ্রব্যমূল্য কমানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোট দেশব্যাপী লাগাতার আন্দোলন করে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে ২৮ মার্চ দেশব্যাপী অর্ধদিবস হরতাল কর্মসূচি ডাকা হয়। আমরা দেশের সচেতন নাগরিক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হরতাল পালনের জন্য প্রশাসন ভবনের সামনে জড়ো হই।’

তিনি বলেন, ‘কর্মসূচি পালনকালে প্রক্টর স্যারের সাথে আমাদের নানা রকম কথা হচ্ছিল। এরই মাঝে তাদের পেটুয়া বাহিনী আমাদের উপর হামলা করে। এই হামলা নতুন নয়। এই ফ্যাসিবাদী সরকার, জনগণের সমর্থনবিহীন সরকার। এরা জনগণকে একত্রিত হতে দেখলে ভয় পায়। তাই তারা হামলা করে মামলা দিয়ে আন্দোলন দাবিয়ে রাখতে চায়।’

এরআগে সোমবার সকালের দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতাল পালনের সময় বামজোটের নেতাকর্মীদের সঙ্গে পরিবহন কর্মচারীদের হাতাহাতি হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টার সামনে ছাত্র ইউনিয়ন রাবি শাখার সভাপতি শাকিলা খাতুনকে ধাক্কা দেন বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence