বঙ্গবন্ধুকে নিয়ে ভুল তথ্য দিয়ে ক্ষমা চাইলেন জাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক

লেখক ভট্টচার্যের সঙ্গে জাবি ছাত্রলীগ নেতা লিটন
লেখক ভট্টচার্যের সঙ্গে জাবি ছাত্রলীগ নেতা লিটন  © সংগৃহীত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘তালগোল পাকানো’ বক্তব্য দিয়ে ভাইরাল হওয়ার পর ক্ষমা চেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন। পাশাপাশি তিনি ক্ষমাও প্রার্থনা করেছেন। এর আগে গত ১৭ মার্চ ভুল তথ্যে বক্তব্য দেওয়ার একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে ফেসবুকে। যেখানে ওই নেতা বঙ্গবন্ধুর বিয়ের সাল, মাতা–পিতার নামের উচ্চারণ, ভাইবোনের সংখ্যা নিয়ে বেশ কিছু ভুল তথ্য দিয়েছেন। ভিডিও ক্লিপটি ফেসবুকে ছড়িয়ে পড়লে তাতে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই নেতা।

আরও পড়ুন: জন্মের আগেই বঙ্গবন্ধুর বিয়ে, ছাত্রলীগ নেতার ‘তালগোল পাকানো’ বক্তব্য ভাইরাল

জানা যায়, জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টচার্যের অনুসারী। গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানানো শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে এ বক্তব্য দেন লিটন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপটিতে ছাত্রলীগ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন লুৎফর রহমান এবং সাহারা খাতুনের চার ছেলে ও তিন মেয়ের মধ্যে তৃতীয়। তিনি ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি সাত বছর বয়সে শিক্ষাজীবন শুরু করেন। ১৪ বছর বয়সে বেরিবেরি রোগে আক্রান্ত হন। ফলে তার শিক্ষাজীবন চার বছর পিছিয়ে পড়ে। শিক্ষাজীবন পিছিয়ে যাওয়ার পরও তিনি দমে যাননি।

এরপর বঙ্গবন্ধুর বিয়ে নিয়ে তিনি বলেন, ১৯২৮ সালে, সরি ১৯২৪ সালে, না ১৯১৮ সালে জনাব...জনাবা...১৯১৮ সালে ফজিলাতুন্নেছা মুজিবকে বিবাহবন্ধনে আবদ্ধ করেন। ’ এ সময় পাশ থেকে কয়েকজন ১৯৩৮ সাল বলে শিখিয়ে দেন। এরপরও হাবিবুর বলেন, ‘১৯১৮ সালে...২০১৮ সালে... ১৯১৮ সালে তিনি বঙ্গমাতা ফজিলাতুন্নেছাকে বিবাহবন্ধনে আবদ্ধ হয়... এবং তিনি তাঁর শিক্ষাজীবন ক্রমাগত চালিয়ে যান...।

এ বিষয়ে হাবিবুর রহমান লিটন বলেন, ওইদিন বক্তব্য দেওয়ার সময় পেছন থেকে অনেক আওয়াজ আসছিল; তখন আমি ভুল বলে ফেলেছি। পেছন থেকে একেকজন ভিন্ন ভিন্ন তারিখ বলছিল। এতে আমার কনসেন্ট্রেশন ব্রেক হয়েছিল।

এছাড়া গত রবিবার সামাজিক ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে গত ১৭ মার্চ আয়োজিত আলোচনায় আমার বক্তব্যে অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটি থাকায় আমার সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সকল পর্যায়ের নেতা-কর্মীদের কাছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence