রামেকে ছাত্রলীগের উদ্যোগে ‘বঙ্গবন্ধু লাইব্রেরি’ স্থাপন

ফিতা কেটে উদ্বোধন করছেন
ফিতা কেটে উদ্বোধন করছেন  © টিডিসি ফটো

রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্যোগে বঙ্গবন্ধু লাইব্রেরি স্থাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) শহীদ শাহ মাইনুল আহসান চৌধুরী পিংকু ছাত্রাবাসে লাইব্রেরির উদ্বোধন করেন রামেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. নওশাদ আলী।

রামেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: নওশাদ আলী ছাত্রলীগের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং বঙ্গবন্ধুর আদৰ্শ চর্চার মাধ্যমে ক্যাম্পাসে এটি একটি ইতিবাচক আবহ তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, ছাত্রাবাসে এই ধরণের লাইব্রেরি নির্মাণ শুধু রাজশাহী মেডিকেল কলেজ নয়, দেশের সকল মেডিকেল কলেজের ইতিহাসে এক মাইলফলক।

বঙ্গবন্ধু লাইব্রেরি স্থাপনে উদ্যোক্তা রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ডা. মনন কান্তি দাস বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে এই লাইব্রেরির নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু লাইব্রেরি’। এই জন্য তাঁর ১০২ তম জন্মদিনে লাইব্রেরির উদ্বোধন করা।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর জন্মদিনে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে উত্তপ্ত চুয়েট

রামেক ছাত্রলীগ সভাপতি আরও বলেন, এই লাইব্রেরি আমাদের খুব আবেগের একটি জায়গা। রামেক ছাত্রলীগের কর্মীরা তাদের নিজেদের টিউশনির টাকা, হাত খরচের টাকা থেকে কিছু টাকা বাঁচিয়ে সম্পূর্ণ নিজেদের অর্থায়নে তিলে তিলে এই লাইব্রেরি তৈরি করেছে। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে এগিয়ে চলতে এই লাইব্রেরি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় অন্যানদের মধ্যে রামেক স্বাচিপের সভাপতি অধ্যাপক ডা. মো: খলিলুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মাহবুবুর রহমান খান বাদশাহ, হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হারুন অর রশীদ, রেডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. হাফিজুর রহমান, ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. গোলাম মোস্তফা, ডেন্টাল সোসাইটি, রাজশাহী জেলার সাধারণ সম্পাদক ডা. এ.কে.এম. আসাদ পলাশ, রামেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ ইমরান হোসেন সহ রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence