ইউপি নির্বাচনে হারলেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা

০১ ফেব্রুয়ারি ২০২২, ১২:০১ PM
খাজা খায়ের সুজন

খাজা খায়ের সুজন © সংগৃহীত

৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে হেরে গেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় আপ্যায়ন বিষয়ক উপ সম্পাদক খাজা খায়ের সুজন। নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নে তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের মো. বেলায়েত হোসেন জয়লাভ করেছেন। রিটার্নিং কর্মকর্তা নাছরুল্লাহ আল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খাজা খায়ের সুজন দুই হাজার ৪৯৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। দ্বিতীয় হয়েছেন আনারস প্রতীকের প্রার্থী আবদুল ওহাব। মো. বেলায়েত হোসেন পাঁচ হাজার ১৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আমিন উল্লাহ টেলিফোন প্রতীকে এক হাজার ৪৮৯, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইসমাইল হোসেন হাতপাখা প্রতীকে ১৫৬ ও স্বতন্ত্র প্রার্থী সামছুল হক রজনীগন্ধা প্রতীকে ১২৭ ভোট পেয়েছেন।

আরও পড়ুন- হলের কক্ষে তালা, জয়-লেখক থাকেন বিলাসী ফ্ল্যাটে 

খাজা খায়ের সুজন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ হিসেবে দায়িত্ব পালন করেন। সোহাগ-জাকির কমিটিতে তিনি উপ স্কুল ছাত্র বিষয়ক সম্পাদকের দায়িত্ব পান। ছাত্রলীগের বর্তমান কমিটিতে তিনি উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ করা হয়েছে। এই ধাপে ২১৯টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না। বিদ্রোহীদের দমাতে কঠোর অবস্থানে আছে আওয়ামী লীগ। দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ প্রার্থী হলে বা অন্য প্রার্থীকে সমর্থন দিলে দল থেকে বহিষ্কার করা হচ্ছে।

টেকনাফে গুলিবিদ্ধ শিশু হুজাইফাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা আ…
  • ১৩ জানুয়ারি ২০২৬
আসনপ্রতি লড়াইয়ে ঢাবি, রাবি ও চবির দ্বিগুণ ভর্তিচ্ছু কুমিল্ল…
  • ১৩ জানুয়ারি ২০২৬
সীমান্তে গুলিবিদ্ধ শিশু, মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব
  • ১৩ জানুয়ারি ২০২৬
এ বছর রোজার সম্ভাব্য তারিখ জানা গেল
  • ১৩ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে উরি ব্যাংক, আবেদন স্নাতক পাসেই
  • ১৩ জানুয়ারি ২০২৬
এই সরকারের আমলে কি পে স্কেল ঘোষণা হবে, জবাব দিলেন অর্থ উপদে…
  • ১৩ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9