মামুনুলের পক্ষে মন্তব্য করায় ছাত্রলীগের ৩ নেতা বহিষ্কার`

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করায় ছাত্রলীগের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কাকৃত ওই তিনজন হলেন, সদর উপজেলার উলিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ ও ফয়সাল সরদার ও ক্রিড়া সম্পাদক শেখ রোমান।

এ প্রসঙ্গে বহিষ্কাকৃত ছাত্রলীগ নেতা শেখ রোমান বলেন, আমি এমন কোনো মন্তব্য করিনি যে আমাকে দল থেকে বহিষ্কার করতে হবে। আমি শুধু লিখেছি, একজন আলেম সম্পর্কে মন্তব্য করতে হলে আমাদের জেনে মন্তব্য করা উচিত।

সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. শরিফুল ইসলাম সিকদার বলেন, হেফাজতের পক্ষে অবস্থান নিয়ে ফেসবুকে লেখালেখি করায় তাদের বহিষ্কার করা হয়েছে।


সর্বশেষ সংবাদ