শিবির সম্পৃক্ততার অভিযোগে ছাত্রলীগের তিন নেতাকে অব্যাহতি

২৮ এপ্রিল ২০২১, ০৯:৪১ AM
ছাত্রলীগের

ছাত্রলীগের © লোগো

‘শিবির সম্পৃক্ততার’ অভিযোগে ছাত্রলীগের তিন নেতাকে অব্যাহতি দিয়েছে রাঙ্গামাটির লংগদু উপজেলার ছাত্রলীগ। সোমবার (২৬ এপ্রিল) রাতে উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক রোকন উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন- লংগদু মডেল কলেজ ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক ফারহাদ আল ফারদীন, সাবেক উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মেহেদী হাসান এবং উপজেলা ছাত্রলীগের কর্মী নুরুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী লীগ লংগদু উপজেলা কমিটির সভাপতি ও সম্পাদকের নির্দেশক্রমে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং জামায়াত-শিবিরের সঙ্গে সম্পৃক্ততা থাকায় এ তিনজনকে লংগদু উপজেলা ছাত্রলীগের সব ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হলো।

জামায়াত-শিবিরের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় উপজেলা আওয়ামী লীগের পরামর্শের ভিত্তিতে এ তিনজনকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন লংগদু উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ।

এর আগে হেফাজতে ইসলামের পক্ষে সোশ্যাল মিডিয়ায় অবস্থান নেওয়ার পৃথক তিন ঘটনায় ছাত্রলীগ-যুবলীগের তিন নেতাকে বহিষ্কার করা হয়। এ নিয়ে গত এক মাসে হেফাজত ও শিবিরের সঙ্গে সম্পৃক্ততার চারটি পৃথক ঘটনায় ছাত্রলীগের পাঁচ ও যুবলীগের এক নেতা বহিষ্কৃত হলেন।

তারেক রহমানের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্রদল নেতাকে শো…
  • ২৯ জানুয়ারি ২০২৬
৩৫ লাখের মধ্যে ১৭ লাখ শিশুর জন্মই অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে
  • ২৯ জানুয়ারি ২০২৬
অধিভুক্ত কলেজগুলোতে কম্পিউটার সায়েন্স কোর্সে খণ্ডকালীন শিক্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘স্বাধীনতার স্বপক্ষ শক্তি ও মুক্তিযুদ্ধের দল মিলে স্বাধীনতা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
২৪ ঘণ্টার মধ্যে গণভোট ব্যানার লাগানোর নির্দেশ জাতীয় বিশ্ববি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল ছাত্রদল
  • ২৯ জানুয়ারি ২০২৬