বগুড়ায় ছাত্র ইউনিয়নের কাউন্সিল ৩০ আগস্ট

২৭ আগস্ট ২০২০, ১০:০৮ AM

© টিডিসি ফটো

বগুড়া জেলা ছাত্র ইউনিয়নের ৩২তম কাউন্সিল অনুষ্ঠিত হবে আগামী ৩০ আগস্ট। ‘তোমার স্বদেশ লুট হয়ে যায় প্রতিদিন প্রতিরাতে বিরুদ্ধতার চাবুক ওঠাও হাতে’ এই প্রতিপাদ্যকে ধারণ করে কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বগুড়া জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

কাউন্সিল অধিবেশন ৩০ আগস্ট সকাল ১০টায় উদীচীর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হবে। ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান নোবেল কাউন্সিলের উদ্বোধন করবেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আলোচনা করবেন কমিউনিস্ট পার্টির বগুড়া জেলা সভাপতি কমরেড জিন্নাতুল ইসলাম ও ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাবেক সভাপতি শরিফুজ্জামান শরিফ। সভাপতিত্ব করবেন বগুড়া জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নাদিম মাহমুদ এবং সঞ্চালনায় থাকবেন জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

কাউন্সিল নিয়ে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন জানিয়েছেন, করোনা মহামারীর কারণে এবার সম্মেলন ছাড়াই ৩২তম কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। কাউন্সিল সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই সম্পন্ন করা হবে। নতুন নেতৃত্ব তৈরির মধ্য দিয়ে সংগঠন বেগবান করতেই এই কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে বলে তিনি জানান।

দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল ছাত্রদল
  • ২৯ জানুয়ারি ২০২৬
সৌদিতে কর্মরত রোহিঙ্গারা পাসপোর্ট পেলেও নাগরিক নন: পররাষ্ট্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার পেছনে একজনের হাতে টাকা তুলে দেয়া ব্যক্তি ইউনি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২
  • ২৯ জানুয়ারি ২০২৬
তরুণদের চোখে নির্বাচন ও আগামীর বাংলাদেশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামিনে মুক্তি পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম
  • ২৯ জানুয়ারি ২০২৬