মধুর ক্যান্টিনে ছাত্রদল, ঢাবিতে ঢাকা কলেজ ছাত্রলীগের মহড়া

২২ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪১ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে ছাত্রদলের নবনির্বাচিত দুই নেতা ফজলুর রহমান খোকন এবং ইকবাল হোসেনে আসায় ক্যাম্পাসে মগড়া দিয়েছে ঢাকা কলেজ ছাত্রলীগ। রোববার সকাল ১১টায় ছাত্র দলের নব নির্বাচিত দুই শীর্ষ নেতার নেতৃত্বে প্রায় দুই শতাধিক নেতাকর্মী মধুর ক্যান্টিনে আসে।

এরপর দুপুর ১২টার দিকে আসে ঢাকা কলেজ ছাত্রলীগ। এসময় ঢাকা কলেজ ছাত্রলীগ ‘ঢাকা কলেজ ধন্য শেখ হাসিনার জন্য’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ছাত্রদলের গুণ্ডারা হুশিয়ার সাবধান’, ‘ঢাকা কলেজের মাটি, ছাত্রলীগের ঘাটি’, ‘ঢাকা কলেজের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, ‘শিবিরের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশ’, ‘খালেদার বিরুদ্ধে ডাইরেক্ট একশন’ বলে স্লোগান দিতে দিতে ক্যাম্পাসে প্রবেশ করে।

এসময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের নিচে কিছুক্ষণ অবস্থান করে পরে মধুর ক্যান্টিনের সামনে গিয়ে স্লোগান দিতে থাকে।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ঢাকা কলেজ ছাত্রলীগ এভাবে মহড়া দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, ছাত্রদল-ছাত্রলীগ সব সময় বিরোধী অবস্থানে থাকে। তার উপরে ঢাকা কলেজ ছাত্রলীগ আসলে পরিস্থিতি খারাপ হতে পারে। এজন্য তারা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে শিক্ষার্থীরা জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, ‘আমরা সকলেই জানি ছাত্রলীগ এবং ছাত্রদল সবসময় সাপে-নেউলে লেগে থাকে। তারা আজ মধুর কেন্টিন এসেছে। কিন্তু ঢাকা কলেজ ছাত্রলীগ আসার বিষয়টা যুক্তিসম্পন্ন মনে করি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে তারা কেন স্লোগান দিতে দিতে আসবে । আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি প্রশাসন যেন বিষয়টা দেখে।’

এ বিষয়ে কথা বলতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়কে ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সংসদ নির্বাচনে সবচেয়ে কম ও বেশি ভোট পড়েছিল কবে?
  • ২৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশ্লেষণ আমাদের অনুপ্র…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুটি আসনে দাঁড়িপাল্লা প্রতীক না রাখার আবেদন জামায়াতের
  • ২৯ জানুয়ারি ২০২৬
আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান, রাবিতে লাল কার্ড দেখাল ছাত্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
ডিআইইউসাসের ‘নীতি সংলাপে’ অতিথি হচ্ছেন প্রেস সচিব শফিকুল আলম
  • ২৯ জানুয়ারি ২০২৬
ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত ২০
  • ২৯ জানুয়ারি ২০২৬