কুড়িগ্রাম সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠান শেষে ক্যাম্পাস পরিষ্কার করল ছাত্রদল
- কুড়িগ্রাম সরকারি কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৭:১০ PM , আপডেট: ১১ নভেম্বর ২০২৫, ০৭:১৮ PM
কুড়িগ্রাম সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অতিথি ও অভিভাবকদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাসে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।
অনুষ্ঠান শেষে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে কলেজ ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নেয় কুড়িগ্রাম সরকারী কলেজে শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ। নিজেদের হাতে ঝাড়ু ও বর্জ্যবাহী ব্যাগ নিয়ে তারা কলেজ প্রাঙ্গণ পরিষ্কার করেন।
পরিষ্কার অভিযানে নেতৃত্ব দেন কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিলন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সংগঠনের অন্য কর্মীরা।
ছাত্রদল নেতারা বলেন, ‘আমরা চাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শুধু জ্ঞানচর্চার নয়, পরিচ্ছন্নতা ও দায়িত্ববোধের প্রতীক হোক। ছাত্রদলের সদস্য সচিবকে এই বিষয় সম্পকে জানতে চাইলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন দলীও কোনো চেতনা বা আদেশ থেকে নয় বরং শিক্ষার্থী হিসেবে নবাগত শিক্ষার্থীদের শিক্ষা উপযোগী পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যমাত্রা থেকেই এই ক্ষুদ্র প্রচেষ্টা।’
কলেজের শিক্ষার্থীরা এমন উদ্যোগের প্রশংসা জানিয়ে বলেন, রাজনীতির পাশাপাশি সমাজসেবামূলক কাজের মধ্য দিয়েই প্রকৃত নেতৃত্বের পরিচয় মেলে।