গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, শাহবাগে ছাত্রদলের সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢল

০৩ আগস্ট ২০২৫, ০২:৩০ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২৫, ০৯:৪৮ PM
শাহবাগে ছাত্রদলের সমাবেশস্থলে নেতাকর্মীরা

শাহবাগে ছাত্রদলের সমাবেশস্থলে নেতাকর্মীরা © টিডিসি ফটো

রাজধানীর শাহবাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ‘ছাত্র সমাবেশ’ হাজারো নেতাকর্মীর ঢল নেমেছে। আজ রবিবার (৩ জুলাই) বেলা আড়াইটায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সমাবেশের জন্য প্রস্তুত করা হয়েছে মঞ্চ। লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সমাবেশ উপলক্ষে সকাল থেকেই জড়ো হতে শুরু নেতাকর্মীরা। দলের পক্ষ থেকে ঘোষিত সমাবেশকে কেন্দ্র করে ঢাকা মহানগরসহ সারাদেশের জেলা উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হন।

আয়োজকরা জানান, বৃষ্টির মধ্যেও এমন অংশগ্রহণ প্রমাণ করে ছাত্রসমাজ পরিবর্তনের জন্য উদগ্রীব। যেকোনো পরিস্থিতিতে, সকলের সহযোগিতায় সমাবেশ সফল করা হবে। এ জন্য  বৃষ্টি কোনো বাধা নয়।

এদিকে বৃষ্টি সত্ত্বেও নেতাকর্মীদের উচ্ছ্বাসে কোনো ভাটা দেখা যায়নি। হাতে সংগঠনের পতাকা, মাথায় ব্যানার এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠেছে পুরো এলাকা।

ছাত্রদলের সেক্রেটারি নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় ও সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সমাবেশে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।

নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সমাবেশস্থল ও আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। যান চলাচলে বিঘ্ন ঘটায় চাপ বেড়েছে মেট্রো রেলে।

জনগণ চাঁদাবাজদের নির্বাচিত করতে চায় না: নূরুল ইসলাম বুলবুল
  • ২৩ জানুয়ারি ২০২৬
শেকৃবিতে বিনামূল্যে জলাতঙ্কের টিকা পেল শতাধিক পোষা প্রাণী
  • ২৩ জানুয়ারি ২০২৬
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা এমন থাকবে যে, ব্যালট ছিনতাই অ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
বিএনপি নেতাকে গুলি, নির্বাচন বাধাগ্রস্ত করার অপচেষ্টা বললেন…
  • ২৩ জানুয়ারি ২০২৬
জামায়াত আমির প্রার্থীদের কেমন বক্তব্যের নির্দেশনা দিয়েছেন, …
  • ২৩ জানুয়ারি ২০২৬
বিএনপিতে যুক্ত হয়েছি মানে এই নয় যে, তাদের সব সিদ্ধান্তে ‘জি…
  • ২৩ জানুয়ারি ২০২৬