দুই জেলার ছাত্রদল কমিটি স্থগিত ঘোষণা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১০:৩৩ PM , আপডেট: ০৫ জুন ২০২৫, ১০:৫৪ PM
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কিশোরগঞ্জ জেলা শাখা এবং কুমিল্লা দক্ষিণ জেলা শাখার কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। বুধবার ( ৪ জুন) সংগঠনটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কিশোরগঞ্জ জেলা শাখা এবং কুমিল্লা দক্ষিণ জেলা শাখার কমিটি স্থগিত ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশ প্রদান না করা পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে কমিটি স্থগিতের সংবাদ বিজ্ঞপ্তিটি শেয়ার করেছেন।