ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করার দাবিতে পদবঞ্চিতদের বিক্ষোভ

রাজধানীর নয়াপল্টনে ছাত্রদলের পদপ্রত্যাশীদের বিক্ষোভ
রাজধানীর নয়াপল্টনে ছাত্রদলের পদপ্রত্যাশীদের বিক্ষোভ  © সংগৃহীত

বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন পদপ্রত্যাশীরা। রবিবার (৪ মে) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে সকাল থেকে জড়ো হতে থাকেন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।

প্রায় অর্ধশতাধিক পদপ্রত্যাশী নেতা মিছিলে অংশগ্রহণ করেন। তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবির পক্ষে বিক্ষোভ করেন। পদবঞ্চিত নেতারা অভিযোগ করে বলেন, ছাত্রদলের বর্তমান আংশিক কমিটি গঠনের সময় বহু যোগ্য নেতাকে উপেক্ষা করা হয়েছে। এক বছর এক মাস ধরে তারা অপেক্ষায় থাকলেও এখনও পূর্ণাঙ্গ কমিটির কোনো অগ্রগতি দেখা যায়নি।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মারুফুল ইসলাম, নাদির শাহ্ পাটোয়ারী, মাহমদুল হাসান রনি, শিপন বিশ্বাস, ওয়ালিউর রহমান জনি, সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল কাফী, শরিফুল ইসলাম, ঢাবির সাবেক সহ-সভাপতি মারজুক মহসিন, মশিউর রহমান, যুগ্ন-সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন নান্নু, আতাউর রহমান, মৃধা মাসুদ সহ-সাংগঠনিক নওশেদ হোসেন, সেলিম হোসেন, সাবেক সদস্য আজাহার আলী প্রমুখসহ অর্ধশতাধিক পদবঞ্চিত নেতা।

পদপ্রত্যাশীরা আক্ষেপ করে বলেন, কমিটি গঠনের পর বহুবার ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ছাত্রবিষয়ক সম্পাদকের সঙ্গে তারা কথা বলেছেন। তাদের আশ্বস্ত করেছেন যে, পূর্ণাঙ্গ কমিটিতে মূল্যায়ন করা হবে। কিন্তু এখনও কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা সূত্রে সাবেক এক সহ-সাধারণ সম্পাদক বলেছেন, ‘আমাদের সাংগঠনিক অভিভাবক বলেছিলেন, মিছিলের শেষ ছেলেটিও তার রাজনৈতিক পরিচয় পাবে’। অথচ বর্তমান কেন্দ্রীয় নেতরা তার কথা কোনওভাবেই আমলে না নিয়ে তাদের বঞ্চিত করছেন। দ্রুত তাদের নায্য ও যৌক্তিক অধিকার ফিরে পেতে চান।

আরো পড়ুন: ৯ মাসে অন্তত পাঁচবার হামলার শিকার হাসনাত

আরেক সাবেক কেন্দ্রীয় নেতা বলেন, ‘প্রতিদিনই নতুন আশা নিয়ে ঘর ছাড়ি। কিন্তু প্রতিদিনই হতাশ হয়ে ফিরে যাই। বারবার সময় দেওয়া হলেও তা বাস্তবায়িত হয় না। আমরা সামাজিকভাবে অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়েছি।’

বিক্ষোভ শেষে পদপ্রত্যাশীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবকের প্রতি দাবি জানিয়ে বলেন, ছাত্রদলের চলমান সংকট নিরসনে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করে যোগ্য নেতাদের অন্তর্ভুক্ত করতে হবে।

এ বিষয়ে ছাত্রদল ও বিএনপির কেন্দ্রীয় নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence