ভোলাহাটে ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ কর্মী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ মে ২০২৫, ০৬:২৪ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:০৮ PM
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আংশিক কমিটিতে সিনিয়র সহ-সভাপতির পদে স্থান পেয়েছেন মো. রাফি আলী, যিনি কলেজ ছাত্রলীগের পরিচিত কর্মী। তার বড় ভাই রোহান আলী জামবাড়ীয়া কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি পদে রয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল নেতাদের মাঝে তীব্র অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে।
উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. মোহসীন আরাফাত সানি বিষয়টিকে ‘চরম লজ্জাজনক’ উল্লেখ করে বলেন, “ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত একজনকে ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে স্থান দেওয়া আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলার চরম লঙ্ঘন। এ ধরনের সিদ্ধান্ত যারা নিয়েছেন, তাদের ছাত্রদল করার ন্যূনতম যোগ্যতাও নেই।”
তিনি আরও বলেন, “এ ঘটনায় আমরা ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি এবং দ্রুত তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সাদ্দাম হোসেন জানান, কলেজ কমিটি গঠনের জন্য স্থানীয় সাবেক ও বর্তমান নেতাদের সমন্বয়ে একটি সাংগঠনিক টিম গঠন করা হয়েছিল। আংশিক কমিটি ওই টিমের মাধ্যমে ঘোষিত হয়।
তিনি বলেন, “রাফি আলীর ছাত্রলীগ সংশ্লিষ্টতার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে জেনেছি। এ বিষয়ে অভিযোগ আসায় প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।”