চাকসু গঠনতন্ত্র সংস্কারে প্রস্তাবনা ছাত্রশিবিরের
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১০:১৮ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৪:৩৯ PM
তিন দশকেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচন। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্রশিবিরসহ ক্যাম্পাসের অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠন চাকসু নির্বাচনের দাবি তুলেছে। এবার চাকসুর গঠনতন্ত্র সংস্কারে বেশকিছু প্রস্তাবনা দিয়েছে শাখা ছাত্রশিবির।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর আড়াইটায় চাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে গঠনতন্ত্র প্রস্তাবনা ও চাকসু নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরেন সংগঠনটির নেতারা।
চাকসু গঠনতন্ত্রের পূর্বের ১৪ টি ধারার সবগুলোই শিবিরের প্রস্তাবনায় থাকলেও বর্তমান প্রেক্ষাপট ও পরিস্থিতি বিবেচনায় বেশকিছু নতুন বিষয় যুক্ত করার পাশাপাশি পূর্বের পয়েন্টগুলো সংযোজন-বিয়োজন করা হয়েছে।
এর মধ্যে ধারা-৬ এ উল্লেখযোগ্য নতুন ১২টি পদ প্রস্তাবনা করেছে সংগঠনটি। সেগুলো হলো- দপ্তর সম্পাদক, গবেষণা ও আন্তর্জাতিক সম্পাদক, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন সম্পাদক, আবাসন ও পরিবহন সম্পাদক, ক্যাফেটেরিয়া ও ক্যান্টিন বিষয়ক সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, ছাত্র অধিকার ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক, নারী অধিকার বিষয়ক সম্পাদক, ধর্ম ও সম্প্রীতি বিষয়ক সম্পাদক এবং নির্বাহী সদস্য ৩ জন প্রস্তাব করা হয়েছে।
এ বিষয়ে শাখা শিবিরের সেক্রেটারি মোহাম্মদ আলী বলেন, ৯০ দশকের সাথে বর্তমানের আধুনিক এ যুগের অনেককিছুই যুগোপযোগী নয়। এজন্যই আমরা মনে করছি চাকসু গঠনতন্ত্র সংস্কার প্রয়োজন। যে কারণে আমরা চাকসুর গঠনতন্ত্রের যুগোপযোগী সংস্কার প্রস্তাব করছি।
সংস্কার প্রস্তাব শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাখা সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বলেন, চব্বিশের গত ৫ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে ২৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সর্বপ্রথম ২৪ দফা দাবির মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে চাকসুর গঠনতন্ত্র সংস্কার ও নির্বাচনের দাবি জানিয়েছিল।
তিনি আরও বলেন, আমরা প্রশাসনকে জুনের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছি। আমরা চাই প্রশাসন জুনের মধ্যেই চাকসু নির্বাচন কার্যকর হোক এবং আগামী ১০ মে এর মধ্যে চাকসু রোডম্যাপ ঘোষণা করুক।
এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগরী দক্ষিণ শাখার সভাপতি ইব্রাহীম হোসেন রনি, মহানগর উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক খুররম মোরাদ ও চবি শাখার অন্যান্য নেতৃবৃন্দ