ঢাবির বাসে হামলার ঘটনায় ছাত্রদল ও শিবিরের বিবৃতি
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ০৮:২৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:২৫ PM
উত্তরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাসে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও দ্রুত বিচারের দাবি জানিয়েছে ছাত্রদল ও ছাত্রশিবির। মঙ্গলবার (২৯ এপ্রিল) দল দুটির বিশ্ববিদ্যালয় শাখা ভিন্ন ভিন্ন বিবৃতিতে এমন হামলার ঘটনা নিয়ে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ঝুঁকির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে।
সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন উক্ত ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক বিচার ও শিক্ষার্থীদের নিরাপত্তাবিধানের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি সরকারের অধীন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও আন্তরিক ও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে তারা আরো বলেন, সাধারণ শিক্ষার্থীদের উপরে ন্যাক্কারজনক অনাকাঙ্ক্ষিত ঘটনা শুধু শিক্ষার পরিবেশকেই প্রশ্নবিদ্ধ করে না, বরং সার্বিকভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দিকেও ইঙ্গিত করে। এছাড়াও এ সকল বিশৃঙ্খলার ছলে কোন অসাধু গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশের মধ্যে অস্থিরতা তৈরি করার চেষ্টা চালাচ্ছে কিনা সেটিও খতিয়ে দেখা আহ্বান জানায় ছাত্রদল।
ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ এবং সেক্রেটারি মহিউদ্দিন খান এক যৌথ বিবৃতিতে বর্বরোচিত হামলার ঘটনায় নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আহ্বান জানান। পাশাপাশি, আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গ্রহণ করার আহ্বান জানান তারা।
বিবৃতিতে দলের নেতৃবৃন্দ বলেন, ‘এ ধরনের সন্ত্রাসী হামলা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার জন্যই হুমকি নয়, বরং দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও জনমনে চরম উদ্বেগ ও অনিশ্চয়তা সৃষ্টি করে।’