ময়মনসিংহ পলিটেকনিকে তালা, ৬ দফা অথবা মৃত্যু

২৯ এপ্রিল ২০২৫, ০১:৪১ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৩২ PM

© সংগৃহীত

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে তালা দিয়ে শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। ঝুলিয়ে দেওয়া তালায় তারা লেখেন, ‘৬ দফা না হয় মৃত্যু’।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়ে দুপুর ১২টায় অধ্যক্ষের কক্ষ, প্রশাসনিক ভবন ও  প্রধান ফটকে তালা লাগিয়ে শাটডাউন ঘোষণা করেন। প্রধান ফটকে তালা দিয়ে বাইরে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

তারা জানান, দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করছেন। কিন্ত তাদের দাবি মানা নিয়ে টালবাহানা চলছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি চলবে।

জুনিয়র ইনস্ট্রাক্টর পদে পদোন্নতিতে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ কোটার রায় বাতিলসহ ছয়টি দাবি আদায়ে কয়েক মাস ধরে আন্দোলন করছেন সারা দেশের চার লাখেরও বেশি পলিটেকনিক শিক্ষার্থী। প্রথম দিকে তারা স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। পরে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করেন।

এরপর ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’র ব্যানারে ১৬ এপ্রিল সারা দেশে অবরোধ কর্মসূচি দেন শিক্ষার্থীরা। এদিন রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড় অবরোধ নামেন শিক্ষার্থীরা। এতে সেদিন রাজধানীতে ব্যাপক যানজট শুরু হয়।

একই দিন কুমিল্লায় শিক্ষার্থীদের অবরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করেন। এরপর থেকে পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন আলোচনায় আসে।

এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ, আবেদন শেষ ১…
  • ২৪ জানুয়ারি ২০২৬
শীর্ষ ঋণগ্রস্ত প্রার্থিতায় ১০-এ ৯ বিএনপির, বাকি একজন সদ্য ব…
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, যা বলছে পাকিস্তান
  • ২৪ জানুয়ারি ২০২৬
এসএসসি পাসেই শোরুমে চাকরি মিনিস্টার হাই-টেক পার্কে, পদ ৩০, …
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভর্তি পরীক্ষা উপলক্ষে ৫ দাবিতে পুলিশ সুপারকে হাবিপ্রবি ছাত্…
  • ২৪ জানুয়ারি ২০২৬
সব ধর্ম-বর্ণের মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করব : জামায়া…
  • ২৪ জানুয়ারি ২০২৬