ঈদে দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের পাশে কুবি ছাত্রশিবির
- কুবি প্রতিনিধি
- প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ০৫:২৮ PM , আপডেট: ০১ এপ্রিল ২০২৫, ০৫:৪১ PM

ঈদের আনন্দ সবার জন্য—এই বিশ্বাসকে ধারণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা পবিত্র ঈদুল ফিতরের দিনে দায়িত্বপালনরত নিরাপত্তা কর্মীদের পাশে দাঁড়ালেন।
সোমবার (৩১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে বিভিন্ন ভবন ও হলের দায়িত্বে থাকা ২৫ জন নিরাপত্তা প্রহরীর মাঝে খাবার বিতরণ করেন তাঁরা।
বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইউসুফ ইসলাহী বলেন, ছাত্রশিবির তার জন্মলগ্ন থেকেই এ দেশের মাটি ও মানুষের কল্যাণে কাজ করে আসছে। ছাত্রদের ইসলাম সুমহান আদর্শে উজ্জীবিত করা আমাদের মৌলিক লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিধানে নিয়োজিত ভাইদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি তারই একটি অংশ মাত্র। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক, এটাই আমাদের প্রত্যাশা।
তিনি আরও বলেন, পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দঘন দিনে যখন সবাই পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করছে, তখনও ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য ও প্রহরীরা অক্লান্তভাবে কাজ করছেন। তাঁদের এই নিষ্ঠা ও ত্যাগের প্রতি সম্মান জানিয়ে আমাদের পক্ষ থেকে সামান্য কিছু করার চেষ্টা করেছি।
ছাত্রশিবিরের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। দায়িত্বপালনরত নিরাপত্তা কর্মীরা জানান, ঈদের দিনে এমন মানবিক উদ্যোগ তাঁদের মনোবল আরও বাড়িয়ে দিয়েছে।