শহীদ পরিবারের জন্য ঈদ উপহার নিয়ে গেল কুবি শিবির

২৮ মার্চ ২০২৫, ০২:২৯ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:২৩ PM
শহীদ পরিবারের জন্য ঈদ উপহার নিয়ে গেল কুবি শিবির

শহীদ পরিবারের জন্য ঈদ উপহার নিয়ে গেল কুবি শিবির © সংগৃহীত

ছাত্র আন্দোলনে নিহত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল কাইয়ূমের পরিবারকে ঈদ উপহার দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা। বৃহস্পতিবার (২৭ মার্চ)  সকাল ১০টায় কাইয়ূমের পরিবারের সাথে মতবিনিময় করে। পরে কাইয়ূমের কবর জেয়ারত করে শাখা শিবিরের নেতৃবৃন্দ।  

এসময় উপস্থিত ছিলেন কুবি শিবিরের সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী। সেক্রেটারি হাফেজ মাজহারুল ইসলাম।  

এসময় নিহত আব্দুল কাইয়ূমের মা... বলেন, ‘আমার ছেলে একজন পরহেজগার আল্লাহর খাঁটি বান্দা, সে নিয়মিত তাবলীগ জামাতে সময় দিতো, এলাকার সবাই তাকে আমির সাহেব ডাকতো। এলাকার কোন মানুষকে সে কখনো কষ্ট দেয়নি।’ এছাড়াও তিনি তার আব্দুল কাইয়ূমের ভাষ্কর্য তৈরিতে নিষেধ করেন।

কুবি শিবিরের সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী বলেন, ‘শহীদেরা আমাদের সম্পদ, এবং প্রেরণার উৎস। শহীদ আব্দুল কাইয়ুম জীবন দিয়ে সারা বাংলাদেশের কাছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছে। ২০২৪ এর জুলাই বিপ্লবের প্রতিটি দিনে আমরা একসাথে সাহসিকতার সাথে লড়াই করেছি। অন্যায়ের বিরুদ্ধে তাকে সব সময় আপোষহীন পেয়েছি।’

পরিবারের সাথে কুশল বিনিময় শেষে, আব্দুল কাইয়ূমের পিতাসহ শিবিরের নেতৃবৃন্দ তার কবর জেয়ারত করতে যান। পরে নিহতের পরিবারের সাথে ইফতার করেন তারা। পরে শিবিরের পক্ষ থেকে ‘শহীদের’ মা বাবার জন্য ঈদের কিছু উপহার এবং নগদ অর্থ প্রদান করা হয়।

আরও কমল জ্বালানি তেলের দাম
  • ৩১ জানুয়ারি ২০২৬
ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ীর মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
মামুনুলের শক্তি মোহাম্মদপুরের প্রভাব-প্রতিপত্তি, ববির আছে অ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সোনার দাম ফের বাড়ল, এবার কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
এনএসইউ ইয়েস ক্লাবের ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাংককে নিজের মনে করলে সেবার মান বহুগুণ বাড়বে: ইসলামী ব্যা…
  • ৩১ জানুয়ারি ২০২৬