২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে আল্টিমেটাম

ধর্ষণ ও নিপীড়ন বিরোধী ঐক্য জোটের বিক্ষোভ মিছিল
ধর্ষণ ও নিপীড়ন বিরোধী ঐক্য জোটের বিক্ষোভ মিছিল  © টিডিসি ফটো

আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে আল্টিমেটাম দিয়েছে ধর্ষণ ও নিপীড়নবিরোধী ঐক্য জোট। এ সময়সীমার মধ্যে পদত্যাগ না করলে আগামীকাল মঙ্গলবার মশালমিছিল করার ঘোষণা দিয়েছে তারা। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।

এর আগে বেলা আড়াইটায় ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশে’র ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া পদযাত্রাটি বিকেল ৩টা ৫ মিনিটে শিক্ষা ভবনের সামনে এলে পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের পদযাত্রায় বাধা দেয়।

এ সময় ব্যারিকেড সরানো নিয়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা শিক্ষা ভবন থেকে সচিবালয় যাওয়ার রাস্তায় অবস্থান নেন।

এ ছাড়া তাদের হাতে থাকা পোস্টার-প্ল্যাকার্ডে ‘ধর্ষণ কী, ধর্ষণ কেন, আইন কী জানে’; ‘পাহাড় থেকে সমতল, সব ধর্ষণের বিচার চাই’; ‘বিচারহীনতার সংস্কৃতি, ধর্ষণের রাজনীতি’; ‘আমরা জন্ম থেকে শহীদ’; ‘তনু ধর্ষণ ও হত্যার বিচার কই, রাষ্ট্র তুই ধর্ষক’ প্রভৃতি প্রতিবাদী লেখা দেখা যায়। 

তাদের দাবিগুলো হলো- জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবিলম্বে ধর্ষণ ও নিপীড়নের সব ঘটনার বিচার এবং সংশ্লিষ্ট আইনসমূহের যৌক্তিক সংস্কার করা।


সর্বশেষ সংবাদ