ছাত্রশিবিরের সংবাদ সম্মেলনের প্রতিবাদে মধুর ক্যান্টিনে ছাত্রদলের দেয়াল লিখন

মধুর ক্যান্টিনে ছাত্রদলের দেয়াল লিখন
মধুর ক্যান্টিনে ছাত্রদলের দেয়াল লিখন  © টিডিসি সম্পাদিত

বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ঘটা সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের আয়োজন করে কেন্দ্রীয় ছাত্রশিবির। আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর আয়োজিত এই সংবাদ সম্মেলন আয়োজনের প্রতিবাদে দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদলের কর্মীরা।

সংবাদ সম্মেলন চলাকালে মধুর ক্যান্টিনের দেয়ালে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় তারা দেয়ালে দেয়ালে ‘মধুদার হত্যাকারীরা মধুতে কেন?’, ‘শিবির ৭১?’ প্রভৃতি স্লোগানে দেয়াল লিখন করে।  

জানতে চাইলে কবি সুফিয়া কামাল হল শাখা ছাত্রদলের কর্মী তাসনিয়া জান্নাত চৌধুরি বলেন, একাত্তরের ২৫শে মার্চ কালোরাতে পাকিস্তানি আর্মি তাদের এদেশীয় দোসরদের সহায়তায় হত্যা করেছিলো মধুদাকে। আজ সেই দোসরদের উত্তরসূরি, যারা মনে করে মুক্তিযুদ্ধ ভুল ছিল,তারা এসে সংবাদ সম্মেলন করেছে।তার প্রতিবাদে আমাদের এই দেয়াল লিখন।

এদিকে, মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ছাত্রদলকে ছাত্রলীগের পথ অনুসরণ করতে দেখা যাচ্ছে৷ বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রশিবিরসহ অন্যান্য ছাত্রসংগঠনকে দমনের চেষ্টা করছে তারা। শুধু তাই নয় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে তা ছাত্রশিবিরের উপর দায় দেওয়ার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, আপনারা দেখেছেন ‘ছাত্রশিবির কোপানো জায়েজ ছিল, এখনও থাকবে ইনশাআল্লাহ’ এমন একটি পোস্ট ফেসবুকে দিয়েছে তাদের এক কর্মী। কুয়েটে ছাত্রশিবির হামলা করেছে এমন অভিযোগ করে উল্টো বিভিন্ন তারা তারা মিছিল করেছে৷ আমরা দেখেছি কিভাবে তারা মিছিলে ছাত্রলীগের শেখানো শ্লোগান ‘একটা একটা শিবির ধর ধইরা ধইরা জবাই কর’ দিয়েছে।

শিবির সভাপতি বলেন, গতকাল গাজীপুর যুবদলের একজন প্রকাশ্যে মাইকে ঘোষণা দিয়ে চাঁদা তেলার ঘটনা ঘটেছে। কুয়েটে ছাত্রদের ওপর হামলা করে তার দায় ছাত্রশিবিরের উপর দেওয়ার চেষ্টা করেছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence