গাজীপুরে ছাত্রদলের সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ

ছাত্রদলের সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ
ছাত্রদলের সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ  © টিডিসি ফটো

গাজীপুর জেলা ছাত্রদলের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীদের মাঝে জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ করা হয়। ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর জেলা  ছাত্রদলের আওতাধীন বিভিন্ন কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের  নতুন সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ করা হয়। 

সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি এইচ এম আবু জাফর। তিনি বলেন ছাত্রদল  বিগত ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রক্তচক্ষু উপেক্ষা করে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে সোচ্চার ছিল এবং সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদ করেছে। জুলাই আগস্টের গন অভ্যুত্থানে ছাত্রদলের ভূমিকা তুলে ধরে বলেন একক সংগঠন হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদলের সবচেয়ে বেশি নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন,অনেকে চোখ হারিয়েছে, অনেকে পঙ্গু হয়েছেন । 

সন্ত্রাসমুক্ত  নিরাপদ, শিক্ষার্থীবান্দব ও গনতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। এসময় ছাত্রদলের নেতাকর্মীদের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমে সহায়তা করা,খেলাধুলার আয়োজন, সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা, গবেষণা প্রভৃতি কর্মকাণ্ডে শিক্ষার্থীদের পাশে থাকার আহবান জানান। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর আদর্শ বুকে ধারণ করে শিক্ষা, ঐক্য ও প্রগতির পতাকা বহন করে  যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হয়ে কাজ করবে তারাই আগামি দিনে ছাত্রদল করবে।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর ৩১ দফার ভিত্তিতে একটি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের বাংলাদেশ বিনির্মানে ছাত্রদল অগ্রণি ভূমিকা পালন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এই ছাত্রনেতা।
 
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সোহাগ হোসেন, সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাফর ইকবাল জনি। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জিয়াউল করিম মোড়ল রিফাত, সাংগঠনিক সম্পাদক শাহীন আলম সরকার, দপ্তর সম্পাদক রাকিব সরকার, সহ দপ্তর সম্পাদক হিমেল।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence