গণঅভ্যুত্থানের সংক্ষুব্ধ ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর করেছে: ছাত্রদল সেক্রেটারি

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
কথা বলছেন নাছির উদ্দীন নাছির

কথা বলছেন নাছির উদ্দীন নাছির © সংগৃহীত

ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ছাত্রদলের ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, ৩২ নম্বরের বাড়িতে যেটি হয়েছে সেটি গণঅভ্যুত্থানের যে স্পিরিট বা গণঅভ্যুত্থানের সংক্ষুব্ধ ছাত্র-জনতাই এটি করেছে। আজ বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা কলেজে মার্চ ফর জাস্টিজ কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নাছির বলেন, আমরা মনে করছি খুনি হাসিনা গতকাল যে বিবৃতি দিয়েছে তাতে তিনি জাতির কাছে কোনো রকম ক্ষমা প্রদর্শণ না করে বাংলাদেশের জনগণকে দোষারোপ করেছেন। তার বক্তব্য থেকে হয়তো ছাত্র জনতাই বিক্ষুব্ধ এই ঘটনা ঘটিয়েছে।

তিনি বলেন, এখনও সরকার ছাত্রলীগের কোনো শীর্ষ নেতাদের গ্রেপ্তার করতে পারেনি এবং কোনো শক্তিশালী পদক্ষেপও নেয়নি, অনতিবিলম্বে দলটির শীর্ষ নেতাদের গ্রেপ্তার করতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে এবং জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ পালন করেছে ছাত্রদল।

নাছির বলেন, গত সাড়ে ১৫ বছরে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে এবং জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সরাসরি গুলি বর্ষণের বিচারের দাবিতে সারাদেশে ২৬০০ এর অধিক শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি পালিত হয়েছে।

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা কলেজের প্রধান শিক্ষকের কাছে স্মারকলিপি প্রদান করেন ছাত্রদলের নেতারা। স্মারকলিপি প্রদানের আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির। কর্মসূচি শেষে ছাত্রলীগবিরোধী একটি মিছিল করে ঢাকা কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন তারা।

এসআই ফারুকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আদেশ আদালতের
  • ০৮ জানুয়ারি ২০২৬
বরিশালে ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক রাজনৈতিক প্রশ…
  • ০৮ জানুয়ারি ২০২৬
ভিপি কোনো পদ নয়, এটি আমানত: জকসু ভিপি রিয়াজুল
  • ০৮ জানুয়ারি ২০২৬
ঢাকাকে হারিয়ে তিনে উঠল সিলেট
  • ০৮ জানুয়ারি ২০২৬
সাকিবের ‘টোটকা’ কাজে লাগিয়ে সফল ওয়াসিম
  • ০৮ জানুয়ারি ২০২৬
আমার মনোনয়নপত্রে কোনো ধরনের সমস্যা হয়নি: মঞ্জুরুল
  • ০৮ জানুয়ারি ২০২৬