চবিতে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতাকে মারধরের পর পুলিশে সোপর্দ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫২ PM , আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫২ PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পরীক্ষা দিতে আসা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক এক নেতাকে মারধরের পর পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয়টির ছাত্রশিবিরের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ছাত্রলীগের সাবেক ওই নেতার নাম সামিউল আহসান। তিনি শাখা ছাত্রলীগের কমিটির উপসাহিত্য সম্পাদক পদে ছিলেন।
সামিউলের সহপাঠীরা জানান, প্রথমে ছাত্রলীগে যুক্ত থাকলেও পরে ছাত্রদের আন্দোলনে সামিউল সক্রিয় ছিলেন। শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয়ে কুমিল্লায় আন্দোলনও করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সামিউল আহসান মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের স্নাতকোত্তরের শিক্ষার্থী। আজ তাঁর ৫০২ কোর্সের পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে বের হওয়ার পর ইনস্টিটিউটের সামনে থেকে কয়েকজন তাঁর পথ আটকায়।
পরবর্তীতে সেখানে এক দফা মারধর করা হয় সামিউলকে। বাধা দেওয়ায় তাঁর এক নারী সহপাঠীকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। সেখান থেকে সামিউলকে প্রথমে প্রক্টর অফিসে নেওয়া হয়। প্রক্টরের অনুপস্থিতিতে সেখানে তাঁকে আরেক দফা মারধর করা হয়েছে বলে অভিযোগ সহপাঠীদের। পরে সামিউলকে হাটহাজারী থানায় নেওয়া হয়েছে বলে জানা যায়।