ছাত্র আন্দোলনের গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ ও ‘ছাত্রলীগ’ লিখন

গ্রাফিতির উপর জয় বাংলা এবং ছাত্রলীগ লেখা
গ্রাফিতির উপর জয় বাংলা এবং ছাত্রলীগ লেখা  © টিডিসি ফটো

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রেল স্টেশনের প্লাটফর্মে গত বুধবার (২৯ জানুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে আঁকা কিছু গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ ও ‘ছাত্রলীগ’ লিখে দেওয়ায় এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। 

গত ৩০ জানুয়ারি সকালে চিরিরবন্দর রেল স্টেশনের পাশের দেয়ালে এমন চিত্র লক্ষ্য করেন স্থানীয়রা এবং এরপরই শুরু হয় নানা প্রতিক্রিয়া।

গ্রাি

স্থানীয় বাসিন্দারা বলেন, রেল স্টেশনের প্লাটফর্মে জুলাই আন্দোলনের স্মৃতি বিজড়িত ছবি ও স্লোগান আঁকা হয়েছিল বিপ্লবের পর, যা দেখতে খুবই ভালো লাগছিলো। এগুলো ছিল সেই ছাত্র-জনতার ত্যাগের প্রতীক, যারা নিজেদের জীবন দিয়ে আমাদের স্বৈরাচারের হাত থেকে মুক্ত করার সংগ্রাম করেছে। কিন্তু রাতে কেউ ওই গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ ও ‘ছাত্রলীগ’ লিখে দিয়েছে, যা মোটেও গ্রহণযোগ্য নয়।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল ওদুদ গণমাধ্যমকে বলেন, আমরা বিষয়টি অবগত হয়েছি। এ বিষয়ে অভিযান অব্যাহত রেখেছি এবং খুব দ্রুতই যে এই কাজ করেছে তাকে আইনের আওতায় আনা হবে।


সর্বশেষ সংবাদ