শাহবাগে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমাবেশ আজ

  © সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি এবং আন্দোলন দমনে সংঘটিত বর্বরতার বিচারে ছাত্র সমাবেশ ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর ফটকের দুপুর ২টায় অনুষ্ঠিত হবে এ সমাবেশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বৈষম্যবিরোধী ছাত্র নেতারা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার শাহবাগের জাতীয় জাদুঘরের ফটকের সামনে ‘মার্চ ফর প্রোক্লেমেশন অ্যান্ড জাস্টিস’ শিরোনামে বিশাল ছাত্র সমাবেশের আয়োজন করা হবে। সহস্র শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের ২য় স্বাধীনতা। নানামূখী চড়াই-উত্রাইয়ের মধ্য দিয়ে পার হলো প্রায় ৬টা মাস। এর মধ্যেই দিনের আলোর মত পরিষ্কার হয়ে গেছে দেশের বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী গণঅভ্যুত্থানকে বেহাত করার জন্য উঠেপড়ে লেগেছে। যেখানে আওয়ামী দোসরদের কঠোর আইনের আওতায় আনার কথা ছিল সেখানে মনে হচ্ছে তাদেরকে জামাই আদর করা হচ্ছে।

‘আবার যেখানে আমাদের আহত ভাইদের সঠিক পুনর্বাসন করা সম্ভব হয়নি, সেখানে রাষ্ট্রযন্ত্র ও রাজনীতিতে শুরু হয়ে গিয়েছে আওয়ামী পূনর্বাসন প্রক্রিয়া। আমাদের গণঅভ্যুত্থানকে বিপ্লবে রুপান্তর করতে দেওয়া হয়নি, না দেওয়া হয়েছে সাংবিধানিক স্বীকৃতি!’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমতাবস্থায় সকল দেশপ্রেমিক ছাত্র সমাজের একতাবদ্ধ হওয়া খুবই জরুরি। আমাদের ন্যায্য অধিকার আমাদেরকেই আদায় করে নিতে হবে। এই জন্য প্রোক্লেমেশন ও জাস্টিস আদায় করতে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-সমাবেশে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি।


সর্বশেষ সংবাদ