বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে মারধরের অভিযোগ

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন মারধরের শিকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন মারধরের শিকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক  © সংগৃহীত

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শেখ ফরাশের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে আজ সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হামলার শিকার শেখ ফরাশ বলেন, ‘গতকাল রোববার সন্ধ্যায় আমিসহ বেশ কয়েকজন শহরের আকুরটাকুর পাড়া ওয়াফেল টাইমের সামনে বসে ছিলাম। এ সময় হঠাৎ করে পাঁচ-সাতটি মোটরসাইকেল আমাদের সামনে এসে দাঁড়ায়। তাদের মধ্যে একজন আমাকে মোড়া থেকে উঠে দাঁড়াতে এবং আরেকজন ওখানেই বসতে বলে। পরে তারা আমাকে দোকানের ভেতরে যাওয়ার জন্য বলে। আমি ভেতরে না গিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ একজন মোড়া তুলে আমাকে সজোরে আঘাত করে। এরপর কয়েকজন মিলে আমাকে মারতে থাকে। এতে আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই। পরে তারা আমাকে শহরের মুসলিম পাড়ায় একটি গলিতে নিয়ে এক ঘণ্টা আটকে রাখে।’

শেখ ফরাশ আরও বলেন, ‘বিষয়টি জানতে পেরে আমার সহকর্মীরা আমাকে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই সদর থানায় মামলা দায়ের করি। হামলাকারীদের মধ্যে কয়েকজনকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে দেখেছি। হামলাকারীদের দ্রুতই গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মেদ বলেন, হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence