ঢাকা দক্ষিণ-উত্তর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল  © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা জেলা উত্তর ও ঢাকা জেলা দক্ষিণের আংশিক কমিটি প্রকাশ করা হয়েছে। আগামী ৪৫ দিনের মধ্যে আংশিক কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমাদানের জন্য নির্দেশ দেওয়া হয়।

আজ বুধবার (৮ জানুয়ারি) সংগঠনের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কমিটি ঘোষণা করেন। 

ঢাকা জেলা ছাত্রদল উত্তরের কমিটিতে মোহাম্মদ তমিজ উদ্দিনকে সভাপতি ও মাহফুজ ইকবালকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সিনিয়র সহসভাপতি করা হয়েছে ইসমাইল হোসেন সুমনকে। এ ছাড়া রাকিব খন্দকারকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মো. সুজন শিকদারকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মঞ্জুরুল হক সৌরভকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

আরও পড়ুন: ছাত্রদলের শহীদদের তালিকায় তাবলীগ কর্মী, কুবিতে সমালোচনা

দক্ষিণের কমিটিতে পাভেল মোল্লাকে সভাপতি ও মো. শফিকুল ইসলাম নিরবকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে মো. হাবিবুর রহমান ঠান্ডুকে সিনিয়র সহসভাপতি, মো. হাসিব হোসেনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মো. শাহরুখ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।


সর্বশেষ সংবাদ