১৬ বছর পর রাবিতে ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব 

প্রকাশনা উৎসবে বই দেখছেন শিক্ষার্থীরা
প্রকাশনা উৎসবে বই দেখছেন শিক্ষার্থীরা  © টিডিসি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রশিবিরের উদ্দ্যোগে সাত দিন‌ব্যাপী প্রকাশনা উৎসব শুরু হয়েছে। আজ রোববার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরে এ উৎসব শুরু হয়েছে।

ইংরেজি নববর্ষ উপলক্ষে এ আয়োজন করা হয়েছে। এখানে নববর্ষের ক্যালেন্ডার, ডায়েরি, কলম, স্টিকার ও বিভিন্ন ধরনের ইসলামি বইসহ বিক্রি করা হচ্ছে পবিত্র কোরআন।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শহর থেকে নানা বয়সের মানুষ আসছেন স্টল দেখতে। অনেকে তাদের ছেলেমেয়েদের জন্য কিনে নিয়ে যাচ্ছে বই।

স্টল দেখতে আসা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নুরহান উদ্দীন বলেন, নববর্ষ প্রকাশনা উৎসবে এসে ভালো লাগছে। এখানে জুলাই বিপ্লবের তথ্যসমৃদ্ধ ক্যালেন্ডার, ডায়েরি, ও বিভিন্ন ইসলামির বই রয়েছে। আশা করছি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিবছরই এই রকম উৎসবের আয়োজন করবে।

আরও পড়ুন: আবু সাঈদ হত্যাকাণ্ড: বেরোবির ৭১ শিক্ষার্থী বহিষ্কার

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাবি শাখার সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের কারণে ১৫-১৬ বছর হতে আমরা এসব শিক্ষামূলক সুন্দর প্রোগ্রামগুলো করতে পারিনি। আমরা যদিও কিছু প্রোগ্রাম করেছি ফ্যাসিস্ট সরকারের আমলে। তবে সেগুলো বড় পরিসরে আয়োজন করতে পারিনি। এখন আলহামদুলিল্লাহ আমরা উন্মুক্ত ময়দানে প্রশাসনের অনুমতি নিয়েই বুদ্ধিজীবী চত্বরে আমাদের সুন্দর প্রকাশনাগুলো ছাত্রছাত্রীদের মধ্যে উপস্থাপন করতে পারছি।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ ক্যাম্পাসের স্টেকহোল্ডাররা অনেক সময় আফসোস করে আমাদের প্রকাশনাগুলো না পেয়ে। বিশেষ করে তিন পাতার ক্যালেন্ডারটি আমাদের জুলাই বিপ্লব উপলক্ষে তৈরি করা হয়েছে। এগুলো থেকে শিক্ষণীয় বিষয় যেমন থাকবে তার পাশাপাশি মানুষের আগ্রহের বিষয়ও থাকবে।’ 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence