ঢাকা বিশ্ববিদ্যালয় ও ছাত্রদলের লোগো © ফাইল ছবি
সব ধরণের অপপ্রচার ও গুজবের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে নামছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। আজ শনিবার (৪ জানুয়ারি) দলটির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। রাত ৮টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হবে
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পতিত আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশের শিক্ষার্থীদের আস্থাভাজন সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিরন্তর অকুতোভয় অবস্থান নিয়ে নেতৃত্ব ও আত্মত্যাগের দিক দিয়ে সর্বোচ্চ অবদান রেখেছে। একারণে বিগত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনামলে গুম-খুনের শিকার হয়েছেন কয়েক শতাধিক ছাত্রদল নেতাকর্মী। সর্বশেষে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শহীদ হয়েছেন ছাত্রদলের ১৪৩ জন নেতাকর্মী। এছাড়াও পঙ্গু ও আহত হয়েছেন অসংখ্যজন। তবু ২০২৪ সালের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের নামে সম্প্রতি ডাকসু নির্বাচন ও কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার পরিষদের নেতা ফারুক হাসানের উপরে হামলা সহ বিভিন্ন ইস্যুতে কিছু কিছু সংবাদমাধ্যম যাচাই বাছাই ব্যতিরেকেই সংবাদ পরিবেশন করছে, এবং সেগুলোকে ভিত্তি করে অব্যাহতভাবে ভিত্তিহীন, অসত্য ও মনগড়া গুজব ও অপপ্রচারের ষড়যন্ত্রে মেতে উঠেছে কুচক্রী একটি মহল।’
অপপ্রচার ও গুজবের ফলে অনলাইনে ও অফলাইনে হয়রানি ও গুপ্ত হামলার শিকার হচ্ছেন জানিয়ে বলা হয়, ‘এসব মিথ্যা গুজবের কারণে জানমালের ক্ষয়ক্ষতির আশংকায় আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল স্তরের নেতাকর্মীরা। এই অব্যাহত অপপ্রচারের প্রতিবাদে আজ রাত ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়। মিছিলটি ক্যাম্পাসের টিএসসি সংলগ্ন ডাস (DUS) চত্ত্বর থেকে শুরু হয়ে ভিসি চত্ত্বর হয়ে রাজু ভাস্কর্যের সামনে যেয়ে সমাপ্ত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন আজ এই বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করবার পাশাপাশি সংবাদমাধ্যমসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।’