রাজধানীর যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে আহবায়ক কমিটি দিল ছাত্রদল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:৪৬ PM , আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৩ PM
রাজধানীর পাঁচ কলেজে আহবায়ক ও একটি ইনস্টিটিউটে ২ সদস্যবিশিষ্ট কমিটি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি কবি নজরুল কলেজ ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের আংশিক কমিটি প্রকাশ করা হলো। সম্মেলনের মাধ্যমে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আংশিক আহবায়ক কমিটি অনুমোদন করা হলো।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ঢাকা কলেজের আহবায়ক পিয়াল হাসান ও সদস্য সচিব মো. মিল্লাদ হোসেন; সরকারি তিতুমীর কলেজের আহবায়ক ইমাম হোসেন ও সদস্য সচিব সেলিম রেজা; তেজগাঁও কলেজের আহবায়ক তরুণ মোর্শেদ ও সদস্য সচিব মো. সেলিম হোসেন; সরকারি বাঙলা কলেজের আহবায়ক মো. মোখলেসুর রহমান ও সদস্য সচিব ফয়সাল রেজা; সরকারি কবি নজরুল কলেজের আহবায়ক ইরফান আহমেদ ফাহিম ও সদস্য সচিব নাজমুল হাসান দায়িত্ব পেয়েছেন। এছাড়াও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সভাপতি মো. সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক মো. হাফিজ উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।