ইবি শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থিদের অংশগ্রহণ রুখে দেওয়ার ঘোষণা শিবিরের 

ছাত্রসমাবেশ
ছাত্রসমাবেশ  © টিডিসি ফটো

ফ্যাসিবাদের বিচার না হওয়া পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থি বঙ্গবন্ধু পরিষদ ও শাপলা ফোরাম অংশগ্রহণ করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি এইচ এম আবু মুসা।

বুধবার (২৭ নভেম্বর) চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী ছাত্রসমাবেশে এ মন্তব্য করেন তিনি। 

ইবি শিবির সভাপতি বলেন, স্বৈরাচারী শাসনামলে খুনি হাসিনা যেভাবে খুন করেছে, গুম করেছে, হত্যাযজ্ঞ চালিয়েছে এবং লাঠিয়াল বাহিনী ছাত্রলীগ দিয়ে যেভাবে নির্যাতন করেছে তা বাংলাদেশের মানুষ কোনোদিন ভুলে যাবে না। আওয়ামী ফ্যাসিবাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো উকিলবার, কোনো নির্বাচনে এই আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবেনা। 

তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও জানিয়ে দিতে চাই সামনের শিক্ষক সমিতির নির্বাচনে যদি বঙ্গবন্ধু পরিষদ ও শাপলা ফোরাম নামক ফ্যাসিবাদী সংগঠন অংশগ্রহণ করে তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রসংগঠন জীবন দিয়ে হলেও তাদের রুখে দিবে ইনশাআল্লাহ। 

তিনি আরও বলেন, ৫ই আগস্ট বিপ্লব পরবর্তী সময় দেশ যখন উত্তপ্ত, নেই কোন রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, তখন সাধারণ ছাত্র জনতাই দেশের শাসনব্যবস্থার দায়িত্ব গ্রহণ করেছিল। আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সম্প্রীতি পুরো বিশ্বে উদাহরণ দেয়ার মত। হিন্দুদের মন্দিরে যেন কোন আওয়ামী কুচক্রী মহল হামলা করতে না পারে সেজন্য আমরা রাত জেগে মন্দির পাহারা দিয়েছিলাম। আর বিনিময়ে আপনারা চট্টগ্রামের কোট চত্বরের মসজিদ ভেঙে চুরমার করে দিয়েছেন। আপনারা আমাদের এত দুর্বল ভাববেন না। আমরা চুপ ছিলাম চুপ আছি একটাই কারণ আমরা বাংলাদেশকে ভালোবাসি। ছাত্রশিবির যদি প্রতি হিংসা বা প্রতিশোধের রাজনীতি করতো তাহলে আওয়ামী লীগ এবং খুনি হাসিনা ও ফ্যাসিবাদীদের চরণটি পর্যন্ত এই বাংলার জমিনে দেখা যেতো না।

ইবি শিবিরের ব্যানারে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে ঐকমত্য পোষণ করে অংশ নেন জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী ছাত্র আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশে ইবি শিবিরের সেক্রেটারি মাহমুদুল হাসানের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন জমিয়তে তালাবার সাধারণ সম্পাদক মো. সাজ্জাদতুল্লাহ শেখ, ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন রাহাত এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এস এম সুইট।

এর আগে, বিকেল ৩ টায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। প্রায় কয়েক সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতি পরে মিছিলটি ক্যাম্পাসসহ , পার্শ্ববর্তী শেখ পাড়া বাজার প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমবেত হয়ে সমাবেশ করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলায়, ইসকনের ঠাঁই নাই; ইসকন জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী; হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের ঠাঁই নাই; ইসকনের কালো হাত, ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও; রাজপথের শ্রেষ্ঠ বীর, ইসলামী ছাত্র শিবির; বিশ্বের মুসলিম এক হও এক হও ইত্যাদির স্লোগান দেয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence