অগ্রজদের ব্যর্থতাই অনুজদের দায়িত্ব নিতে বাধ্য করেছে: উপদেষ্টা আসিফ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০৯:৪১ PM , আপডেট: ০৫ নভেম্বর ২০২৪, ০৯:৪১ PM
ছাব্বিশে জুলাই আন্দোলন। কোটা সংস্কার দাবিতে একটি ছাত্র আন্দোলন গণঅভ্যুত্থান সৃষ্ট করে দেশের ক্ষমতাসীন সরকার পতন ঘটায় মাত্র ৩৬ দিনে। আওয়ামী লীগ সরকার পতনের এ আন্দোলনের কৃতিত্বের দাবি নিয়ে কথা উঠেছিল একাধিক বার। আলোচনায় ছিল এই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ কে বা কারা সেটি নিয়ে।
ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ এই আন্দোলনকে ইঙ্গিত করে বলেছেন, অগ্রজদের ব্যর্থতাই অনুজদের দায়িত্ব নিতে, রক্ত ঝরাতে বাধ্য করেছে।
আজ মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে অন্তর্বর্তীকালীন সরকারের এই যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এই ইঙ্গিত করে লেখেন, যথাযথ সম্মানের সাথে বিষয়টি বলছে।
আসিফের এই স্ট্যাটাসে সমর্থন জানিয়েছেন তার ভক্তরা। মন্তব্যের ঘরে ড. হাসান লিখেছেন, আপনারা নিশ্চয় আপনাদের অনুজদের হতাশ করবেন না। আপনাদের অনুজরা নতুনত্ব চায়, দখলদারিত্ব, চাঁদাবাজি, লেজুড়বৃত্তি, দেশ বিক্রি, পরাধীনতা, আধিপত্য, আগ্রাসন চায় না। মাথা উঁচু করে দাঁড়াতে চায়, বিশ্বকে নেতৃত্ব দিতে চায়। আপনারা আদর্শিক রাজনীতির পক্ষে অবস্থান নেবেন এবং অনুজদের নেতৃত্ব দেবেন, অনুজরা এটাই চায়।
ওয়াসিম ইফতেখারুল হক লিখেছেন, অগ্রজদের লড়ায়ে অনুজরা সেভাবে ছিল না, যেভাবে অনুজদের লড়ায়ে অগ্রজরা ছিল। ফলতো প্রথমত সামষ্টিক শক্তি অর্জিত হয়নি। পরবর্তীতে সেই শক্তি অর্জিত হয়ে বেগ সৃষ্টি করেছে এবং অনুজদের হাত ধরে সফলতা এসেছে।